১৫ জানুয়ারিকে যেন নিজের সেঞ্চুরি দিবস বানিয়ে ফেলেছেন বিরাট কোহলি। টানা তিন বছর ধরে জানুয়ারির এই দিনটিতে ঠিকই সেঞ্চুরি তুলে নিচ্ছেন ভারত অধিনায়ক।চলতি বছর ১৫ জানুয়ারি—অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। অজিদের দেওয়া লক্ষ্যে তাড়া করতে গিয়ে কেরিয়ারের ৩৯তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। সেই সেঞ্চুরিতে ভর দিয়ে জয়ের তীরেও পৌঁছায় ভারত। এবার চোখ ফেরানো যাক গত বছরের দিকে। ওই বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ছিল কোহলির দল। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলছিল ভারত। ওই টেস্টটি সফরকারীরা হারলেও প্রথম ইনিংসে ঠিকই সেঞ্চুরি তুলে নেন ভারত অধিনায়ক। তার আগের বছর, অর্থাৎ ২০১৭ সালের জানুয়ারিতেও সেঞ্চুরির ফুল ফোটে কোহলির ব্যাট। সেবার অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে। ইংল্যান্ডের দেওয়া ৩৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোহলির ১২২ রানে ভারত মাঠ ছাড়ে দুর্দান্ত এক জয় নিয়ে।