এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সর্বাধুনিক অস্ত্র তৈরির নির্মাণে সক্ষম চীন। এ ব্যাপারে তারা পিছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকাকে। সম্প্রতি চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এমনই তথ্যই দিল। চীনের শক্তি বৃদ্ধিতে মার্কিন উদ্বেগ বেড়েছে। এতে তাইওয়ানে সম্ভাব্য হামলার বিষয়ে দুশ্চিন্তার কথা বলা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, ' সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে- চীন তার সামরিক অস্ত্র ও প্রযুক্তি উন্নততর করছে। একটি আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়তে চীন অনেক আত্মবিশ্বাসী।'এর আগে বেইজিংয়ের নেতৃত্ববৃন্দ জানিয়েছেন, তাইওয়ান প্রসঙ্গে চীনের সার্বভৌমত্বকে তারা এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। তাইওয়ান যদি স্বাধীনতা ঘোষণা করতে যায়, তবে সামরিক শক্তি প্রয়োগেও দ্বিধা করবে না চীন। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক সামরিক অগ্রগতি হয়েছে বেইজিংয়ের। তারা সব ধরনের প্রযুক্তি অর্জন করেছে। রণতীর, মাঝারি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক অস্ত্রও রয়েছে। চীনের হাইপারসনিক অস্ত্র শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতির এবং সহজেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct