এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা শুরু করে দিল আমেরিকা যুক্তরাষ্ট্র। গত বছরের সেপ্টেম্বর মাসে বাগদাদের গ্রিন জোনের ভেতরে মটার্র হামলার জন্য তেহরানই দায়ী করেছে আমেরিকা। ওই ঘটনার জেরে গত সপ্তাহে ইরানের ওপর হামলা চালানোর জন্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা দল পেন্টাগনের কাছে পরামর্শ চেয়েছে। জাতীয় নিরাপত্তা দলের অনুরোধে হামলার ছক কষেছে পেন্টাগন। বিষয়টি নিয়ে পেন্টাগন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমর্কতাদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। পেন্টাগন যে ছক কষেছে, তা এখনো হোয়াইট হাউসকে দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি। এমনকি এ বিষয়ে মাকিন প্রেসিডেন্ট ডোনাল্ড অবহিত কি না, তাও জানা যায়নি।ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বাগদাদের ওই গ্রিন জোনের ভিতরে। সেখানে ইরাকের পার্লামেন্ট ভবন, সরকারি বিভিন্ন দপ্তর ও অনেক বিদেশি দূতাবাসও আছে। গত কয়েক বছরের মধ্যে ওই প্রথম গ্রিন জোনের ভেতরে মটার্র হামলা চালানো হয়। এ ঘটনার দুদিন পর বসরায় মাকির্ন কনস্যুলেটের কাছে রকেট হামলা হয়। এ সবের পিছনে ইরানের ষড়যন্ত্র দেখছে আমেরিকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct