আন্তর্জাতিক ফুটবল আপাতত ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার নিয়ন্ত্রণে। আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু দল সে তালিকায় রয়েছে। এই ধারা ১০-১৫ বছরের মধ্যেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তা সত্ত্বেও ইংল্যান্ডের প্রাক্তন কোচ এরিকসন মনে করেন সময় খুব শীঘ্রই বদলাবে। তার মতে, শীঘ্রই আন্তর্জাতিক ফুটবলের ভারত, চীন এবং আমেরিকা যুক্ত হবে। বর্তমান সময়ে এরিকসন ফিলিপাইলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০২ সালের ফুটবল বিশ্বকাপে তিনি ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। বর্তমানে ফিলিপাইন ফুটবল দল এএফসি এশিয়ান কাপের শেষ ষোলোর ম্যাচ খেলতে দুবাইয়ে রয়েছেন। সেখানে তিনি ফুটবলে ভারত-চীনের সম্ভাবনা নিয়ে কথা বলেন। ক'দিন আগে ভারত এশিয়ান কাপের একটি ম্যাচে থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়েছে। তার মতে, এই ফলাফল সারা বিশ্বের মানুষের মুখে উচ্চারিত হচ্ছে। ভারতের মানুষের মুখে মুখে চলে এসেছে এই ম্যাচের খবর, 'এটা দারুণ এক ব্যাপার। বিশেষ করে যে দেশে ফুটবল প্রধান খেলা নয়। আমার মনে হয়, ভারতজুড়ে কেবল এই ম্যাচ নিয়েই আলোচনা হচ্ছে। ভারত দারুণ ফুটবল খেলেছে। তারা দারুণ ফিট, অনেক পরিশ্রম করে। আমি আশা করবো ফুটবলে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার আধিপত্যে পরিবর্তন আসবে। ভারত, চীন বড় দেশ কিন্তু তাদের ফুটবলে বিশেষ পরিবর্তন আসেনি। চীন, ভারত বলেন কিংবা আমেরিকা ফুটবল খেলুক বা না খেলুক তাতে তাদের কিছু যায় আসে না। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের দরকার এই তিন দেশকে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct