ছয় বলে এক ওভার গণনা করা হয়। কিন্তু এদিন ওভারের বৈধ সপ্তম বলে আউট হলেন ক্লিঙ্গার নামক এক ব্যাটসম্যান। এমন ঘটনাই ঘটেছে বিগ ব্যাশ লিগে। সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচে পার্থ স্কর্চার্সের ওপেনার ক্লিঙ্গার ওভারের সপ্তম বলেই আউট হয়েছেন। মূলত, আম্পায়ারের গণনায় ভুলের কারণেই এই ঘটনা ঘটেছে। স্কর্চার্সের ইনিংসের দ্বিতীয় ওভারে ক্লিঙ্গার আউট হন। অ্যাশটন টার্নারের নেতৃত্বে জেতার জন্য ১৭৮ রান তাড়া করছিল পার্থ স্কর্চার্স। কিন্তু শুরুতেই ধাক্কা খায় তারা। বেন ডোয়ারশুইসের প্রথম ওভারে আউট হন তিনি। ক্লিঙ্গার ক্যাচ দেন স্টিভ ও’কিফিকে। যদিও তা ছিল ওভারের সাত নম্বর বল। ক্যাচ ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা, তা দেখার জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্যও নেওয়া হয়। কিন্তু সেটা যে ওভারের সাত নম্বর বলে হয়েছে, সেটাই কেউ খেয়াল করেননি। দুই আম্পায়ার যেমন এটা উপলব্ধি করেননি, তেমনই ব্যাটসম্যান ক্লিঙ্গারও তা বোঝেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct