৮কে রেজুলিউশানের ভিডিও রেকর্ড করতে পারবে এমন ফুল-ফ্রেইম মিররলেস ক্যামেরা বাজারে আনতে চলেছে ক্যানন।এমন ধরনের ক্যামেরা বাজারে আনতে এখনও অনেকটা সময় লাগবে বলে জানা গিয়েছে। কারণ, ৪কে রেজুলিউশানের ক্যামেরা বাজারে সাপ্লাই দিতে হিমসিম খেতে হচ্ছে ক্যাননকে। ২০০৮ সালে ৫ডি মার্ক ২ ক্যামেরায় ‘ফুল-এইচডি’ ভিডিও এনে নতুন দৃষ্টান্ত তৈরি করে ক্যানন। ২০১৬ সালে ৪কে সমর্থনকারী ৫ডি মার্ক ৪ এবং ১ডি এক্স মার্ক ২ ডিএসএলআর আনে তারা। মিররলেস সিরিজে ৪কে সমর্থন আনা হয় ২০১৭ সালে। মিররলেস ইওএস এম৫০-তে ৪কে সাপার্টো আনে প্রতিষ্ঠানটি। ক্যাননের মধ্যম শ্রেণির ফুল-ফ্রেইম ক্যামেরা হলো ইওএস আর সিরিজ। প্রতিষ্ঠানটি জানায় ভবিষ্যতের মডেলগুলো এই লাইনআপের ওপরে এবং নিচে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct