সকালে ঘুম থেকে উঠে দাঁতের মাজন দিয়ে দাঁত মাজা ছাড়া একদিনও চলে না। শুধু সকালে ঘুম থেকে ওঠা নয়, রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা জরুরি। বাজারের প্রচলিত বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি টুথপেস্টে অনেকেই এখন আর ভরসা রাখতে পারছেন না। আর তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি ঘরেই টুথপেস্ট তৈরি করতে পারেন। আপনার হাতের কাছের উপাদান দিয়েই এটা তৈরি করতে পারবেন। জেনে নিন কিভাবে তৈরি করবেন দাঁতের মাজন।
উপকরণ :
বেকিং সোডা এক চা চামচ, অর্ধেক চা চামচ লবণ, এক ফোটা সুগন্ধি, লবঙ্গ ও দারুচিনির নির্যাস, জল প্রয়োজনমতো।
প্রণালী :
সব উপকরণ একটি ছোট পাত্রে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। খেয়াল রাখুন আপনার পেস্ট যেন বেশি তরল না হয় । এই পেস্ট প্রয়োজনীয় পরিমাণে তৈরি করে আপনি ব্যবহার করতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct