মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক প্রস্তুতি ২০২৩(ভূগোল)
অধ্যায় - ভারতের স্বাভাবিক উদ্ভিদ
সৌনাভ মান্না
শিক্ষক, একাডেমিক এসোসিয়েশন
__________________________________
প্রশ্নমান -১
১. শতকরা হিসেবে ভারতের সর্বাধিক অরণ্যেবৃত রাজ্য কি? উত্তর :- মিজোরাম। ২. ভারতীয় সভানা কাকে বলে? উত্তর :- শুস্ক পর্ণমোচি. ৩. মোচাকৃতি গাছ কোন অরণ্যে দেখা যায়? উত্তর :- পার্বত্য অঞ্চল। ৪. সামাজিক বনসৃজনের উপযুক্ত গাছ কি? উত্তর :- ইউকালিপটাস ৫. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর :- দেরাদুন ৬. এলিফান্টা ঘাস কোথায় দেখা যায়? উত্তর:- শুস্ক পর্ণমচি ৭. ভারতের দ্বিতীয় বৃহতম ম্যানগ্রোভ অরণ্য কি? উত্তর :- ওডিশার ভিতরকণিকা ৮. চন্দন গাছ কোন অরণ্যে দেখা যায়? উত্তর :- পর্ণমচি অরণ্যে. ৯. হিমালয় পার্বত্য অঞ্চলে কোন অরণ্য দেখা যায়? উত্তর :- সরলবর্গীয়। ১০. ভারতের একটি চিরহরীৎ অরণ্য অঞ্চলের নাম বলো? উত্তর :- পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল. ১১. পৃথিবীর বৃহতম ম্যানগ্রোভ অরণ্য কি? উত্তর :- সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। ১২. ভারতের বনভূমির শতকরা পরিমান কত?? উত্তর - ২৪.০১% ১৩. সুন্দরলাল বহুগনা কোন পরিবেশ আন্দোলনে যুক্ত? উত্তর :- চিপকো ১৪. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? উত্তর :- ৫ জুন. ১৫. ভারতের কটি ম্যানগ্রোভ অরণ্য আছে? উত্তর :- ১৫. ১৬. ভারতের বননীতি প্রথম কবে গৃহীত হয়? উত্তর :- ১৮৯৪ ১৭. ভারতের বন সংরক্ষনের আইন কবে প্রণয়ন করেছে? উত্তর :- ১৯৮০. ১৮. ভারতে সর্বপ্রথম বনমোহৎসব উদযাপন করেন কে? উত্তর :- ড. কানাইলাল মানিকলাল মুন্সী ১৯. সামাজিক বনসৃজন কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর :- জে সি ওস্টোবি। ২০. বিশ্ব পরিবেশ দিবস কবে হয়? উত্তর :- 5 জুন ২১. কাজীরাঙা অরণ্যে কোথায় অবস্থিত? উত্তর :- আসাম ২২. সামাজিক বনসৃজন ধারণা প্রথম কবে গৃহীত হয়? উত্তর - ১৯৪৬ সিলভিকালচার সম্মেলন. ২৩. শাল গাছের পরিমান কোথায় বেশি? উত্তর :- মধ্যপ্রদেশে. ২৪. বনভূমি সংরক্ষনের প্রধান উপায় কি? উত্তর :- বৃক্ষরোপন. ২৫. জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদের দেখা যায়? উত্তর :- ম্যানগ্রোভ. ২৬. লেটেক্স কি? উত্তর :- রবার গাছের রস। ২৭. ভারতের কোথায় রবার গাছ বেশি দেখা যায়? উত্তর - কেরালা. ২৮. রেশম কীট কোন গাছে প্রতিপালন হয়? উত্তর - তুত গাছে ২৯. মরু উদ্ভিদ কে কি বলা হয়? উত্তর :- জেরোফাইট. ৩০. সমগ্র গাঙেয় সমভূমিতে কোন অরণ্য দেখা যায়? উত্তর :- ক্রান্তীয় পাঠাঝরা অরণ্যে ৩১. কোন অরণ্যে জীব বৈচিত্র অনেক? উত্তর :- ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে ৩২. প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে? উত্তর :- অরণ্য ৩৩. সরলবর্গীয় অরণ্যের কাঠ কিরকম হয়? উত্তর :- নরম ও হালকা ৩৪. ভারতের বৃষ্টিছায়া অঞ্চলে কোন উদ্ভিদ জন্মায়? উত্তর :- গুলমো পর্ণমচি ৩৫. উদ্ভিদের ক্লোরোসিস রোগ কিসের অভাবে হয়? উত্তর :- ম্যাগনিশিয়াম, লোহা ৩৬. ভারতে কোন অরণ্য বেশি রয়েছে? উত্তর :- ক্রান্তীয় পাতাঝরা অরণ্য ৩৭. সুন্দরবন দিবস কবে পালিত হয়? উত্তর :- ২১ অগাস্ট ৩৮. অরণ্য সপ্তাহ কবে পালিত হয়? উত্তর - ১৪-২১ জুন ৩৯. ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি অরণ্য রয়েছে? উত্তর :- মধ্যপ্রদেশ ৪০. সিংকোনা গাছ থেকে প্রস্তুত ম্যালেরিয়া ঔষদের নাম কি? উত্তর :- কুইনাইন ৪১. স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? উত্তর :- মানুষের কোনরূপ প্রচেষ্টা ছাড়া প্রকৃতির ওপর নির্ভর করে স্বাভাবিক ভাবে জন্মানো ও বৃদ্ধি পাওয়া উদ্ভিদ কে বলে স্বাভাবিক উদ্ভিদ। ৪২. চাঁদোয়া কোন অরণ্য দেখা যায়? উত্তর :- নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে ৪৩. শাসমুল ও ঠেসমুল কোন উদ্ভিদের দেখা যায়? উত্তর :- ম্যানগ্রোভ অরণ্য ৪৪. আলপিয় উদ্ভিদের কত মিটার উচ্চতায় দেখা যায়? উত্তর :- ৩৫০০-৪৫০০ মিটার উচ্চতা. ৪৫. “ TREES MEAN WATER, WATER MEANS BREAD AND BREAD IS LIFE” - কে বলেছেন? উত্তর :- ড. কানাইয়ালাল মানিকলাল মুন্সী. ৪৬. সুন্দরবন কে কবে বায়োস্ফিয়ার রিসার্ভ ঘোষণা করে? উত্তর :- ১৯৮৯ ৪৭. ভারতে বায়োস্ফিয়ার রিসার্ভ কটি? উত্তর :- ১৮ ৪৮. NAEB পুরো নাম কি? উত্তর :- NATIONAL AFFORESTRATION and ECO DEVELOPMENT BOARD. ৪৯. যৌথ বন ব্যবস্থাপনা কোথায় প্রথম গঠিত হয়? উত্তর :- পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি বনাঞ্চলে।৫০. ভারত তথা পশ্চিমবঙ্গে প্রথম কে যৌথ বন ব্যবস্থাপনা চালু করেন? উত্তর :- অজিত কুমার ব্যানার্জী. ৫১. শোলা বনভূমি কোথায় দেখা যায়? উত্তর :- মধ্য ও দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলে ১৫০০-২০০০ মিটার উচ্চতায় দেখা যায়। ৫২. জোয়ার ভাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের কি থাকে? উত্তর :- ঠেসমুল ৫৩. ভারতের যে অঞ্চলে গরমকাল আদ্র ও শীতকাল শুস্ক, সেখানে কি অরণ্য দেখা যায়? উত্তর :- পর্ণমোচি ৫৪. শঙ্কু আকৃতির উদ্ভিদের কোন অরণ্যে দেখা যায়? উত্তর :- সরলবর্গীয় ৫৫. পাইন গাছ থেকে কি পাওয়া যায়? উত্তর - তারপিন তেল ৫৬. বনভূমি থেকে সরাসরি পাওয়া যায় না কি? উত্তর - কাগজ ৫৭. পরিবেশ বিজ্ঞানীদের মতে, কোনো দেশের আদর্শ বনভূমির কত শতাংশ থাকা উচিত? উত্তর - ৩৩% ৫৮. কাগল শিল্পের কাঁচামাল কি? উত্তর :- সাবাই ঘাস ৫৯. ভারতের মরু অরণ্যে গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর :- যোধপুর ৬০. বনভূমির পরিমান বৃদ্ধি পেলে কার্বনডাই অক্সাইড এর পরিমান কি হয়? উত্তর - কমে যায়. ৬১. পশ্চিমবঙ্গ এর বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? উত্তর :- সুন্দরবন ৬২. নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন? উত্তর :- মেধা পাটেকার ৬৩. পৃথিবীর মত বনভূমির কত শতাংশ ভারতে রয়েছে? উত্তর :- ১% ৬৪. সুন্দরবন নামকরণের কারণ কি? উত্তর :- সুন্দরী গাছের উপস্থিতি ৬৫. ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? উত্তর গির অরণ্যে, গুজরাত ৬৬. আলপিয় অরণ্যে উদ্ভিদের নাম কি? উত্তর - তৃণ, গুলমো, রডোড্রেনডন, জুনিপার। ৬৭. সরলবর্গীয় অরণ্যে উদ্ভিদের নাম কি? উত্তর :- পাইন, ফার, দেবদারু, ওক, পপলার, উইলো ৬৮. ক্রান্তীয় চিরসবুজ উদ্ভিদের নাম বল? উত্তর :- আবলুস, গর্জন, শিশু, চাপলাস, পুন, তুন, রোজউড, মেহগিনী, ৬৯. ক্রান্তীয় পর্ণমচি বৃক্ষ অরণ্য নাম কি? উত্তর :- শাল, সেগুন,চন্দন, বাঁশ, আম, শিমুল, মুহুয়া,শিরিশ,পলাশ। ৭০. মরু উদ্ভিদের নাম কি? উত্তর :- বাবলা, ফনিমনসা, ক্যাকটাস,খেজুর, আকাশিয়া ৭১. ম্যানগ্রোভ উদ্ভিদের নাম কি? উত্তর - সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা, কেওড়া, হেতাল,ছাতিম, কেয়া, বনতুলসি। ৭২. ক্রিকেট খেলার ব্যাট কোন গাছ থেকে প্রস্তুত হয়? উত্তর - উইলো গাছ। ৭৩. বৃক্ষরেখা কি? উত্তর :- হিমালয় পার্বত্য অঞ্চলে যে সীমারেখার ওপরে বৃক্ষ জন্মাতে পারে না অধিক শীতের কারণে, তাকে বৃক্ষরেখা বলে। ৭৪. হিমালয় পার্বত্য অঞ্চলে কোন অরণ্যে দেখা যায়?. উত্তর :- চিরহরিৎ (১০০০ মি), মিশ্র অরণ্যে (১০০০-৩০০০মি), পাইনে অরণ্যে (১০০০-২০০০মি), সরলবর্গীয় অরণ্যে (৩০০০-৪০০০মি ), আলপিয় অরণ্যে (৩৫০০-৪০০০মি ) উদ্ভিদ দেখা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct