দেশের শীর্ষ আদালতের ঠিক করে দেওয়া সাংবিধানিক বেঞ্চ থেকে বিচারপতি উদয় ইউ ললিত সরে দাঁড়ানোয় অযোধ্যার বিতকির্ত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি পিছিয়ে গেল। শুনানি শুরু হওয়ার সময় পাঁচ সদস্যের বেঞ্চ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন বিচারপতি ললিত। এরপর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ শুনানি পিছিয়ে ২৯ জানুয়ারি নতুন দিন ধার্য করেন।এর আগে অবশ্য এই মামলায় এলাহাবাদ হাইকোর্ট মসিজদ সংশ্লিষ্ট জমিকে হিন্দু ও মুসলমানদের তিনটি সংগঠনের মধ্যে ভাগ করে দেওয়ার নিদের্শ দেয়। রামমন্দির ভেঙেই বাবরি মসজিদ হয়েছিল কিনা, সে বিষয়ে সবর্সম্মত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তিন সদস্যের ওই হাইকোটর্ বেঞ্চ। হিন্দু-মুসলমান উভয় পক্ষই রায়ের বিরুদ্ধে আপিল করলে সুপ্রিম কোর্ট এলাহাবাদ আদালতের রায়ে স্থগিতাদেশ দেয়। প্রাক্তন বিচারপতি দীপক মিশ্রর সম্মতি না থাকলেও, পরে সাংবিধানিক বেঞ্চ গঠনের অনুরোধেও সাড়া দেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারক রঞ্জন গগৈ। সাংবিধানিক এই বেঞ্চে গগৈ ছাড়াও আর যে ৩ বিচারক রয়েছেন, তাঁরা হলেন- এস এ ববদে, এন ভি রামানা ও বিচারপতি ডি ওয়াই চন্দচূড়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct