পা ফাটা শুধু সৌন্দর্যহানি নয়, অস্বস্তি ও ব্যথা তৈরি করে। শুষ্ক ত্বক, পায়ের যত্ন না নেওয়া, পায়ে অতিরিক্ত চাপ দেওয়া ইত্যাদি সব কারণে পা ফেটে যায়। এছাড়া আরও বেশ কয়েক'টি কারণেও পা ফাটতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
১.শুষ্ক ত্বক : পা ফেটে যাওয়ার অন্যতম কারণ শুষ্ক ত্বক। অনেকক্ষণ স্নান করা, ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা, এয়ারকন্ডিশনার রয়েছে এমন ঘরে বেশিক্ষণ থাকা ইত্যাদি ত্বককে শুষ্ক করে তোলে।
২.পায়ে অতিরিক্ত চাপ : পায়ে অতিরিক্ত চাপ দেওয়া পা ফাটার অন্য একটি কারণ। অতিরিক্ত ওজন বহন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটা, সঠিক মাপের জুতো না পরায় পায়ে চাপ তৈরি করে।
৩.ফাঙ্গাসের আক্রমণ : পা অনেক সময় পরিষ্কার না রাখার কারণে ফাঙ্গাস তৈরি হয়। এতে পা ক্রমে খসখসে হয়ে পড়ে। এবং পা ফাটার সমস্যা তৈরি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct