চিন এবার সখ্যতা বাড়াল পাকিস্তানের সঙ্গে৷ বেইজিংয়ে সিল্ক রোড সম্মেলন শুরুর আগেই চিন ও পাকিস্তান প্রায় ৫০০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। বার্তা সংস্থা রয়টার্স সূত্রে খবর৷
সিল্ক রোড সম্মেলনের আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সম্মেলনে বিশ্বের ২৯ দেশের রাষ্ট্র প্রধানরা বাণিজ্য নিয়ে চিনের প্রস্তাবিত সিল্ক রোড নিয়ে আলোচনা করবেন।
এর আগে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে ৫৭ বিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর করেছে উভয় দেশ। এই প্রকল্পটি চীনের ওয়ান বেল্ট-ওয়ান রোড প্রকল্পের অংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct