কোনও একটি বিশেষ কাজ করছেন। অথচ পরিচিত কেউ আপনাকে বার বার ফোন করছেন। ফোনটা কেটে দিলেও, পরক্ষণেই আবার কল। এভাবে তিন-চারবার চলতে থাকলো।বারবার কল আসার ফলে অবশেষে ফোনটি বন্ধ করে দিতে বাধ্য হলেন আপনি। ফোন নিয়ে এ রকম ঘটনার মুখোমুখি প্রায়ই হতে হয় অনেককে। তাই কখন কাকে ফোন করবেন, আর কখন ফোন করবেন না, সে বিষয়ে সবার একটা পরিস্কার ধারণা থাকা ভালো। কাউকে ফোন করার আগে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। এতে আপনি যাকে ফোন করছেন, দুজনই বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারেন।
১. কাউকে গভীর রাতে অকারণে কল করা উচিত নয়। পরিচিত কেউ বিদেশ থাকলে সে দেশের রাত-দিনের সময় বুঝে কল করা উচিত।
২. পর পর দুবার কল করার পর অপর প্রান্ত থেকে উত্তর না এলে, তৃতীয়বার কল করা উচিত নয়। প্রয়োজন হলে এসএমএস করে দিন।
৩. ফোনে কথা বলার সময় আশপাশের দিকে লক্ষ রেখে কথা বলুন। কথা বলার সময় যথাসম্ভব আস্তে আস্তে কথা বলা উচিত।
৪. জনসমাগম এলাকায় কথা বলবেন না। এতে আপনার পাশের লোক এবং ফোনের ওপারে থাকা মানুষটি বিরক্ত হবেন।
৫. ব্যক্তিগত কথা অন্য কারোর সামনে ফোনে না বলাই ভালো।
৬. কল ধরার পর অপর প্রান্তের কথা শুনুন, প্রত্যুত্তর করুন।
৭. মোবাইলে কথা বলা শেষ করে সুন্দরভাবে বিদায় বলে ফোন কাটুন। কথা বলার মাঝখানে কল কেটে দেওয়া উচিত নয়।
৮. আপনার সঙ্গে কেউ থাকলে তাকে অপেক্ষায় রেখে দীর্ঘক্ষণ ফোনে কথা বলা উচিত নয়।
৯. মন্দির, মসজিদ, গির্জা, বিয়েবাড়ি, শোককৃত্য, সিনেমা হল, ডাক্তারের চেম্বার, পেট্রলপাম্পে ফোনে কথা না বলাই ভালো।
১০. গাড়ি চালানো, মোটরবাইক বা সাইকেল চালানোর সময় কখনোই ফোনে কথা বলা যাবে না। এমনকি কানে হেডফোন লাগিয়েও নয়। বেশি প্রয়োজন হলে থেমে কথা বলুন।
১১. কারোর ফোন ধরতে না পারলে, সুবিধামতো সময়ে তাকে কল করুন।
১২. ফোনে এমন রিংটোন ব্যবহার করা উচিত নয়, যাতে আশপাশের মানুষ বিরক্ত হয়। অফিস কিংবা কাজের জায়গায় ফোনটি সাইলেন্ট রাখুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct