পার্লামেন্টে একটি বিল পাস হল। যে বিলে পরিস্কার করে বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অমুসলিম শরণার্থীদের ভারতে নাগরিকত্ব দেওয়া হবে। এদিন সেটি রাজ্যসভায় পাস হলে বাংলাদেশ থেকে যেসব হিন্দু ২০১৪ সাল পর্যন্ত মূলত আসাম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন। অমুসলিম শরণার্থীদের তালিকায় আছে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। বিলটি আইনে পরিণত হলে প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় হিংসার শিকার হয়ে কেউ ভারতে থাকার আবেদন করলে মিলবে নাগরিকত্ব। যদিও এদিন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যসভায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। রাজ্যসভায় বিলের প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভ। কংগ্রেস ও তৃণমূল সাংসদদের উত্তেজনা। বিলটি লোকসভায় আগের দিন পাস হওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরোধিতা শুরু করেছে উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক দলগুলো। এই ‘বিতর্কিত’ বিল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনায় এনডিএ ছাড়ে আসামের রাজনৈতিক দল আসাম গণ পরিষদ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct