ক্রিকেটে কত অঘটনই না ঘটে! যেমনটা বুধবার হল রঞ্জি ট্রফিতে। অন্ধ্রপ্রদেশের কাছে ৩৫ রানে অলআউট হয়ে গেল মধ্যপ্রদেশ। এদিন ইন্দোরের হোলকার স্টেডিয়াম সাক্ষী থেকেছে এই ম্যাচের। টুর্নামেন্টের এলিট গ্রুপ বি ম্যাচে মুখোমুখি হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও মধ্য়প্রদেশ। এবারের মতো নকআউটে কোয়ালিফাই করার স্বপ্নভঙ্গ হল অন্ধ্রের। মধ্যপ্রদেশ ৩০৭ রানে জিতে নিল এই ম্যাচ। রঞ্জির ইতিহাসে এটাই সবচেয়ে কম স্কোর নয়। ২০১০-১১ মরসুমে হায়দরাবাদ ২১ রানে গুটিয়ে গিয়েছিল রাজস্থানের কাছে। চার দিনের এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নমন ওঝার মধ্যপ্রদেশ। অন্ধ্র প্রথম ইনিংসে ১৩২ রানে গুটিয়ে যায় ঈশ্বর পাণ্ডে, গৌরব যাদব ও কুমার কার্তিকেয়ার দাপটে। ঈশ্বর একাই নেন চার উইকেট। গৌরব-কুমার নেন তিনটি করে। অন্ধ্রর হয়ে সর্বোচ্চ স্কোর কর্ণ শর্মার ২৩। জবাবে মধ্যপ্রদেশ শেষ হয়ে যায় মাত্র ৯১ রানে। অন্ধ্রর হয়ে ১০ ওভার বল করে গিরিনাথ রেড্ডি একাই তুলে নেন হাফ ডজন উইকেট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct