ভারতকে শান্তি প্রস্তাব দিয়েও কোনও সাড়া পাননি বলে এদিন অভিযোগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর মতে, পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যে কোনও যুদ্ধ হবে দুই দেশের জন্যই আত্মঘাতী। এক সাক্ষাৎকারে ইমরান ভারতের সঙ্গে আলোচনায় বসতে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন।বিশ্বখ্যাত এই পাকিস্তান ক্রিকেট বলেন, 'দুই দেশের মধ্যে শীতল যুদ্ধের আগ্রহ পর্যন্ত নেই আমার।যুদ্ধের কথা মাথা আনাও ঠিক হবে না পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ দুটির। এমনকি কোনও শীতল যুদ্ধও না। কারণ যে কোনো সময় এ অবস্থার অবনতি ঘটতে পারে। এ অবস্থা থেকে উত্তরণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে দ্বিপক্ষীয় আলোচনা। দুই পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশের মধ্যে যুদ্ধ হবে আত্মঘাতীর মতো। ভারত যদি আলোচনার জন্য আমাদের দিকে এক পা বাড়ায়, আমরা দুই পা এগোব।' তিনি আরও বলেন, 'যে বিষয়গুলো দুই দেশের মধ্যে মেলে না, সেরকম প্রশ্ন প্রথমে লিখে নিন৷ জানতে চান কার কী বক্তব্য বা সে বা আপনি একে অপরের কাছ থেকে কী আশা করেন ? উভয় দেশের মধ্যে ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সহনশীলতা ও আপোশ৷ শুধুমাত্র কথা বলে বা আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করা সম্ভব৷পুরনো ঝগড়া টেনে না এনে বরং ক্ষমা করে দিন৷ ভালোবাসার সম্পর্কে একে অপরকে ‘ক্ষমা’ করার মনোভাব খুবই ‘জরুরি’৷ ছোটখাটো বিষয়ে ঝগড়াকে বড় করে না দেখে আগামীদিনের জন্য প্ল্যান করুন৷'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct