নির্বাচনে কারচুপির সমালোচনা করেছিলেন। আর ডেটাই কাল হল ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টিয়ান জেরপার। ভেনেজুয়েলার ক্ষমতাসীন সরকারের চরম সমালোচনা করেছিলেন। সে দেশের নির্বাচনে শাসক দলের কারচুপি নিয়ে চুপ থাকতে পারেননি ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা। এই সমালোচনা করার পর আশঙ্কায় ভোগেন তিনি। ভয় হয় তাকে প্রাণে মারতে পারে ক্ষমতাসীন সরকারের দলবল। তাই দেশ ছেড়ে তিনি পালিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। কোনো দেশের শীর্ষ আদালতের বিচারপতির এভাবে দেশ ছেড়ে ভয়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার এমন নজির নেই। তবে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা দেশ ছেড়েছেন তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে।
যদিও ভেনেজুয়েলা ছেড়ে আমেরিকায় পালিয়ে যাওয়ার পর বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা ফ্লোরিডা রেডিও স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন গত বছরের নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠভাবে হয়নি। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সুপ্রিম কোর্টকে নিজের স্বার্থে ব্যবহার করে ভোটে জিতেছেন।
উল্লেখ্য, এই ক্রিস্টিয়ান জেরপা আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর খুব ঘনিষ্ঠ ছিলেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে মাদুরোর পক্ষে শীর্ষ আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জেরপা। কিন্তু গত বছর একতরফা ভাবে নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বার মাদুরো প্রেসিডেন্ট হওয়ায় প্রতিবাদে সরব হন জিরপা। আর তারপর দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেন।
তবে জিরপার দাবি, তিনি প্রকাশ্যে কখনো সমালোচনা করেননি মাদুরোর। সপরিবারে নিশ্চিন্তে আমেরিকায় পালিয়ে যাওয়ার জন্য এই কৌশল অবলম্বন করেছেন। তাই তিনি আমেরিকায় পালিয়ে গিয়ে তবেই মন্তব্য করলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct