প্যান্টের পিছনের পকেটে মানিব্যাগ রেখে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন? জানেন কি এর ফলে আপনি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনছেন। এতে আপনার পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে। টাকার পাশাপাশি ভিজিটিং কার্ড, স্মার্টকার্ডসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজ আপনার মানিব্যাগে থাকে। এতে মানিব্যাগ হয়ে যায় ভারী ও মোটাসোটা। পকেটমারের ঝুঁকির পাশাপাশি থাকে আরও মারাত্মক বিপদ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞ এমনটাই জানিয়েছেন। মার্কিন গবেষণা বলছে, ঘণ্টার পর ঘণ্টা মোটা মানিব্যাগ পিছন পকেটে রেখে বসে থাকলে শরীরের ভারসাম্য নষ্ট হয়। পিঠ, ঘাড়, দু’পায়ের সংযোগস্থল ও নিতম্বে তা খারাপ প্রভাব ফেলে। শিরদাঁড়ায় ক্রমাগত চাপ পড়ার ফলে তা ধীরে ধীরে বেঁকে যেতে পারে। পিঠ ও ঘাড়ে ব্যথা শুরু হয়, স্পাইনাল জয়েন্ট, পেশি ও ডিস্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে থাকে। পেলভিসের একাধিক নার্ভ অকেজো হতে থাকে। সায়াটিকা নার্ভের ওপর খুব চাপ পড়ে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে সোজা হয়ে বসার ক্ষমতা হারিয়ে যেতে পারে আপনার। পরিণতিতে হতে পারে পক্ষাঘাত। বিশেষজ্ঞরা বলছেন, হিপ পকেটে মানিব্যাগ রাখার অভ্যেস ত্যাগ করুন। বরং প্যান্টের ডান বা বাম দিকের পকেটে কিংবা অফিস ব্যাগে মানিব্যাগ রাখতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct