বর্তমান সময়ে চিনের অর্থনীতির অবস্থা দুর্বল হওয়ার কারণে অ্যাপলের আয় কমে যাচ্ছে।বছরের এই সময়টা অ্যাপলের জন্য খুবই 'পয়মন্ত' সময়। কারণ ক্রিসমাস এবং নতুন বছর মিলে যে উৎসবের আবহ সেসময় বিক্রি বাড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের। কিন্তু বছরের শেষ তিন মাসের বিক্রি আশানুরূপ হয়নি, আর গত বছরের এই সময়ের তুলনায় সেটি পাঁচ শতাংশ কম। ২০১৬ সালের পর এই প্রথম অ্যাপলের বিক্রি এত কমে গেল। এর ফলে স্বাভাবিকভাবেই ক্ষেপে গিয়েছেন বিনিয়োগকারীরা। অ্যাপেলের এমন অবস্থার পিছনে রয়েছে অন্য এক কারণ। সংস্থার অন্যতম কর্তা টিম কুক জানিয়েছেন, বিক্রি কমেছে মূলত হংকং ও তাইওয়ানসহ বৃহত্তর চিন অঞ্চলে। অ্যাপলের মোট বিক্রির প্রায় ২০ শতাংশই হয় এ অঞ্চলে। অনেক উন্নত দেশেও নতুন করে মন্দা দেখা দিয়েছে, ফলে অ্যাপলের নতুন ফোনের চাহিদা কমে যাচ্ছে। আপাতত এই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সাত শতাংশ কমে গিয়েছে। আর গত নভেম্বর থেকে অ্যাপলের শেয়ার ২৮ শতাংশের বেশি কমেছে। তবে এসব চ্যালেঞ্জ অ্যাপল শীঘ্রই কাটিয়ে উঠবে বলে আশা করছেন সংস্থার কর্ণধার টিম কুক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct