আমরা মূলত অসুস্থতার জন্য মেডিকেল স্টোর থেকে ওষুধ কিনে খায়। রোগ হলে ওষুধ খেতে হবে, সেটাই স্বাভাবিক। ওষুধ আমাদের জীবন রক্ষা করে। যদিও মাথায় রাখতে হবে, নকল ওষুধ কিংবা মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে মানুষের মৃত্যুও হতে পারে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আবার গুরুতর কোনও ক্ষতি হয়ে যেতে পারে। তাতে অনেকের অঙ্গহানিও ঘটতে পারে। তাই ওষুধ কেনার আগে অবশ্যই গ্রাহককে সতর্ক থাকতে হবে বেশকিছু বিষয়কে নিয়ে। প্রথমত, চিকিৎসকের দেওয়া প্রেসকিপশনে লেখা ওষুধই কিনুন। ওষুধ বিক্রেতাদের পরামর্শ মতো অন্য কোনও কোম্পানির ওষুধ কিনবেন না। ওষুধ কেনার সময় অবশ্যই ওষুধের প্যাকেটে ব্যাচ নম্বর, তৈরির তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং প্রস্তুতকারক কোম্পানির নাম দেখে কিনবেন। সব সময় লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকান থেকে ওষুধ কিনুন। বিদেশি ওষুধ বা ভিটামিন কিনবেন না। ডিসকাউন্ট দেওয়া ওষুধের ব্যাপারে সতর্ক থাকুন। ওষুধ বিক্রেতার পরামর্শে ওষুধ কেনা থেকে বিরত থাকুন। বেশির ভাগ ওষুধ বিক্রেতারা ভুয়া কোম্পানির ওষুধ দিয়ে বেশি লাভের আশায় ভালো কোম্পানির ওষুধ দেওয়া থেকে বিরত থাকেন। ভুয়া কোম্পানির ওষুধগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাই আজ থেকে ওষুধ কিনতে ও ওষুধ সেবনে সতর্ক হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct