এতদিন পর একেবারে অন্যরূপে দেখা গেল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। তুমুল বিরোধী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দিলীপ ঘোষ। ২০১৯ এর লোকসভা ভোটের আগে বিজেপি রাজ্য সভাপতি জানিয়ে দিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে দেশের মসনদে বসার সুযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। তৃণমূল বিরোধী দিলীপ ঘোষের মুখ থেকে এমন কথা শুনে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির মহাজোট দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মমতাকেই সামনে রেখেছে। তৃণমূলের নেতা-কর্মীরাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বারেবারে তুলে ধরেছেন। এক প্রতিক্রিয়ায় দিলীপ বাবু জানিয়েছেন, 'ওনাকে জন্মদিনের শুভেচ্ছা। তারা সাফল্যের উপরে রাজ্যের ভাগ্য নির্ভর করছে। উনি সুস্থ থাকলে বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকবেন। ওনার সামনে সুযোগ আছে। সিপিএমের কারণে জ্যোতি বাবু কে প্রধানমন্ত্রী রূপে পাওয়া যায়নি। এর আগে বাঙালি রাষ্ট্রপতি হিসাবে প্রণব বাবুকে পেয়েছি। এবার বাঙালি প্রধানমন্ত্রীর পালা।' রাজ্যের অন্যতম বিরোধী শক্তি বিজেপি সভাপতি দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরায় স্বাভাবিকভাবে আলাদা মাত্রা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct