জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে ভয়ঙ্কর আর্তনাদের শব্দ। তবে শব্দটা কীসের, তা কেউ বলতে পারছেন না। ধীরে ধীরে রহস্য জন্ম দিচ্ছে এই ঘটনায়। কানাডার ব্রিটিশ কলম্বিয়া অঞ্চলের প্রত্যন্ত গ্রাম মরিসটাউনের কাছে অবস্থিত জঙ্গলে সম্প্রতি এই ঘটনাটি ঘটে। পুরো ঘটনার একটা ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়ে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ ব্যাপারে বিশ্বের বেশকিছু নামীদামি সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়। বাকলি নদীর কাছে অবস্থিত ওই জঙ্গলে অবশ্য কেউ শব্দের উৎস খুঁজে পায়নি। যদিও গ্রামবাসীরা জানিয়েছেন, শব্দটি জঙ্গলের ভেতর থেকে আসলেও এর উৎসটি কখনই গ্রামের কাছে আসেনি। এ নিয়ে বেশকিছু স্থানীয়রা ভুতের কথা বললেও, কেউ কেউ বলছেন, গাছের ফাঁক দিয়ে বাতাস চলাচলের কারণে এমন শব্দের সৃষ্টি হচ্ছে। আবার কারও মতে, জঙ্গলের ভেতরে এই শব্দটি হাতির হতে পারে। যদিও সেখানে হাতির দেখা মেলেনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct