পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আহত হয়েছে অন্তত ৪২ জন। শুক্রবার জুমার নামাজের পর বেলুচিস্তানের মাস্তুং এলাকায় একটি মসজিদের পাশে এ বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত মানুষের চাপে মাস্তুং সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে অন্যান্য হাসপাতাল থেকে বাড়তি ডাক্তার তলব করা হয়েছে। হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট জানান, তাদের হাসপাতালে এ পর্যন্ত ১৭ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, পাকিস্তান সিনেটের ডেপুটি চেয়ারম্যান আব্দুল গফুর হায়দারির জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পথে তার গাড়ি লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়। বর্তমানে কোয়েটায় চিকিৎসাধীন আব্দুল গফুর হায়দারি জমিয়ত উলামায়ে ইসলাম নামের একটি রাজনৈতিক দলের মহাসচিব। বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই দলটির নেতাকর্মী বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাক পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি আত্মঘাতী হামলা। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ।