মেয়েদের স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া হল পিরিয়ড। যদিও বেশিরভাগ সময় পুষ্টিহীনতার কারণে মেয়েদের প্রতিমাসেই পিরিয়ডের সময় ভীষণ কষ্ট সহ্য করতে হয়। কখনও অনিয়মিত পিরিয়ড, কখনও পেটে কিংবা কোমরে ব্যথা। কখনও আবার পিরিয়ডের সময় হজমের সমস্যা ও বমি ভাব। মাসের কয়েকটা দিন এই সব সমস্যার কারণে নানান সমস্যার সম্মুখিন হতে হয় মেয়েদের। চিকিৎসকদের মতে, সাধারণত, সন্তানধারণের পর পিরিয়ডের কষ্ট অনেকের কমে যায়। কিন্তু তার আগে পর্যন্ত পিরিয়ডের সময় নিষিক্তের জন্য তৈরি হওয়া ডিম্বাণু শুক্রাণুর অভাবে নষ্ট হয়ে যায়। প্রতি মাসেই এমনটা হতে থাকায় তলপেটে ব্যথা হয়। এসময় গরম জলের ব্যাগ দিয়ে ব্যথা কমাতে হয়। এছাড়া পিরিয়ড হলেই অকারণ চিন্তা, মানসিক অবসাদ, শারীরিক কষ্টের কারণে বিরক্তির পাশাপাশি নানা কারণে শরীর ও মন ভাল থাকে না। পিরিয়ডের সময় মেয়েদের এই কষ্টকে মাথায় রেখে বাজারে এসেছে নতুন 'মেনস্ট্রুয়াল ড্রিঙ্কস'। প্রস্তুতকারী সংস্থার দাবী, মেয়েদের শারীরিক কষ্ট দূর করা ও মানসিক অবসাদকে কমিয়ে ফেলতে পারে এই পানীয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct