অপারেশনের আগে মুসলিমদেরকে দাড়ি কেটে ফেলতে হবে, সরকারি হাসপাতালের ডাক্তারদের ফতোয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে এই ধরণের ফরমান জারি এই রাজ্যে হয়নি, হয়েছে বিজেপি ও শিবসেনা শাসিত মহারাষ্ট্রের মুম্বাই শহরে। বৃহনমুম্বাই মিউনিসিপাল হাসপাতালে মুসলিম রোগীদের অপারেশনের আগে দাড়ি কাটার এই ফরমান জারি করা হয়েছে। সমাজবাদী পার্টির স্থানীয় এক নেতা এই অভিযোগ তুলে বিএমসির সিভিক কমিশনার অজয় মেহতার কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে রাইস শেখ নামে ওই সমাজবাদী নেতা অভিযোগ করেছেন, ছোটখাট অপারেশনের মুসলিম রোগীদেরকে দাড়ি কেটে ফেলতে বলছেন ওই হাসপাতালের ডাক্তাররা। যদিও এসব ক্ষেত্রে দাড়ি কাটার প্রয়োজন নেই। বিশেষ করে যারা ধর্মীয় কারণে দাড়ি রাখছেন তারা বিনা প্রয়োজনে দাড়ি কাটতে চাইছেন না। আর দেরি কাটতে না চাইলে ডাক্তাররা অপারেশন করতেও চাইছেন না। তাই অজয় মেহতার কাছে ওই সমাজবাদী পার্টির নেতা আর্জি জানিয়েছেন, প্রয়োজন ছাড়া যেন দাড়ি কাটার নির্দেশ থেকে বিরত থাকেন ডাক্তাররা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct