ভুয়ো খবর ও শিশু পর্নোগ্রাফি পরিবেশকারি অ্যাপ সহ ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে শাস্তি বাড়িয়ে তথ্যপ্রযুক্তি আইন সংশোধনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত আইনে বিধি লঙ্ঘন করলে অ্যাপ ও ওয়েবসাইটগুলোকে সরিয়ে দিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা হল। জানা গিয়েছে, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্বের শীর্ষ পর্যায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।বৈঠকে প্রতিনিধিরা অন্যান্য বিষয়ের পাশাপাশি বেআইনি বিষয়গুলো চিহ্নিত করতে প্রস্তাবিত আইনের ব্যাপারে তাদের মতামত জানান। আইনে সংশোধন আনার পর তা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল, টুইটার ও টেলিগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় প্রভাব পড়বে। ভুয়ো খবরের উৎস শনাক্ত করা, এনক্রিপশনের সুযোগ পাওয়া (এনক্রিপশন প্রক্রিয়ায় নির্দিষ্ট কর্তৃপক্ষ ছাড়া আর কেউ তথ্যে প্রবেশ করতে পারে না), রাজনীতি ও নির্বাচনে হস্তক্ষেপ করে এমন বিষয়, শিশু হয়রানি ও প্রতিশোধমূলক পর্নো চিত্র ছড়ানোর ব্যাপারে এই সব সোশ্যাল মিডিয়া সংস্থার সঙ্গে সরকারের মতবিরোধ ছিল। এক সরকারি আধিকারিক জানান, তথ্যপ্রযুক্তি আইনে এখন যেসব শাস্তির বিধান রয়েছে, তা যথেষ্ট নয়। এটা সংশোধনের প্রয়োজন রয়েছে। অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যাপক আয় রয়েছে, সেই তুলনায় সাজা অনেক কম। ডেটা সুরক্ষা বিলে সাজা আরও বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct