ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জন্য বিশেষ একটি ‘অত্যাধুনিক যুদ্ধজাহাজ’ তৈরির কাজ শুরু করে দিয়েছে চিন। এদিন বিষয়টি স্বীকার করেছে চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম 'চায়না ডেলি'। তৈরি হওয়া সেই যুদ্ধ জাহাজটি চিনা নৌবাহিনীর অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেটের নতুন সংস্করণ হবে।ভারত মহসাগরে ‘ক্ষমতার ভারসাম্য’ নিশ্চিত করার লক্ষ্যে চিন এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটি তৈরি করে দিচ্ছে বলে জানা গিয়েছে। আধুনিক অস্ত্র সজ্জিত ও সনাক্তকরণ ব্যবস্থাসম্পন্ন নতুন এই যুদ্ধজাহাজ বিমান, সাবমেরিন ও অন্যান্য জাহাজের আক্রমণ প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছে চিনের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাহাজনির্মাতা সংস্থা সিএসএসসি। পাকিস্তান ও চিনের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় অস্ত্র চুক্তি অনুযায়ী ইসলামাবাদ এ ধরনের চারটি যুদ্ধজাহাজ চেয়েছিল, এটা তার প্রথমটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct