এবার গাড়ি চালাতে পেট্রল কিংবা ডিজেলের প্রয়োজন পড়বে না, ট্যাঙ্কে শুধুমাত্র জল ভরলেই গাড়ির চাকা গড়াতে শুরু করে দেবে। এটা কোনও রূপকথা কিংবা গল্প নয়, শীঘ্রই এমনই ঘটতে চলেছে।অ্যালুমিনিয়াম-এয়ার, জিঙ্ক এয়ার ব্যাটারিতে চলবে একটি বিশেষ গাড়ি। এই ব্যাটারিগুলি বাতাস থেকেই অক্সিজেন নিতে পারে, আর ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। সেই শক্তিতে ভর করেই সর্বত্র চলবে নতুন প্রযুক্তিতে গড়ে ওঠা এই গাড়ি। ব্যাটারির সাহায্যে এক টানা ৩০ কি. মি পর্যন্ত যেতে পারবে এই গাড়ি। তবে ব্যাটারিতে ভরতে হবে জল।সেটা থেকেই অক্সিজেন নিতে সক্ষম হবে এটা। জল আর বাতাসই এই গাড়ির ব্যাটারির শক্তির উৎস হবে। ইসরাইলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক আরিয়ে জাবানের গবেষণাগারে এই গাড়িটি তৈরি করা হয়েছে। যেটা খুব শীঘ্রই বাজারে আসবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct