এবার চাঁদের অন্ধকার দিকে একটি রোবটিক যানের সফল অবতরণ করালো চিন। চাঁদের অদেখা অংশে প্রথমবারের মতো রোবটযান পাঠাল তারা। মানুষবিহীন চাং’ই-৪ নামের ওই রোবটযান দক্ষিণ গোলার্ধের এইটকেন বেসিনে অবতরণ করেছে। এটি চাঁদের ডার্ক সাইড বা অন্ধকার অংশ। চাঁদে প্রাণের রহস্য নিয়ে গবেষণার জন্য এই চন্দ্রযান পাঠানো হয়েছে। এটি চাঁদের ওই অঞ্চলের বৈশিষ্ট্য পর্যবেক্ষণের পাশাপাশি ও বায়োলজিক্যাল পরীক্ষা চালাবে। এটাকে অনেকে মহাকাশ গবেষণায় বড় ধরনের পদক্ষেপ বলে মনে করছেন।মহাকাশ গবেষণায় চিনের এই চন্দ্রযানের অবতরণকে মাইলফলক হিসেবে দাবি করছে তারা।বলা হচ্ছে, আগের যেসব চন্দ্রযান পাঠানো হয়েছিল, সেগুলো অবতরণ করেছিলে চাদের পৃথিবীমুখী অংশে। কিন্তু চাং’ই-৪ প্রথম কোনও চন্দ্রযান, যেটি চাঁদের পৃথিবীর বিপরীত দিকের অংশে অবতরণ করেছে, যে অংশকে চাঁদের অন্ধকার অংশ বলেও অভিহিত করা হয়। চাঁদের ওই অংশ পৃথিবী থেকে খুব কম সময় দেখা যায় বলে অন্ধকার অংশ বলা হয়। এদিন চাঁদের ওই পৃষ্ঠের ছবিও পাঠিয়েছে নভোযানটি। ফলে প্রথমবারের মতো চাঁদের অন্ধকার পৃষ্ঠের ছবি দেখল পৃথিবীবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct