পশ্চিমবঙ্গের আন এডেড মাদ্রাসায় সরকারি সাহায্য প্রদান নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। আন এডেড মাদ্রাসা শিক্ষকদের পক্ষে দায়ের করা মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি রোহিন্তন ফালি নরিম্যান ও বিচারপতি বিনীত সারনের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের প্রতি এক নোটিশ জারি করেছে। ওই নোটিশে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে কেন সকল আন এডেড মাদ্রাসার জন্য কেন্দ্রীয় সরকারের মঞ্জুরকৃত অর্থের বাস্তবায়ন হচ্ছে না। এ ব্যাপারে আন এডেড মাদ্রাসার শিক্ষক সংগঠনের সম্পাদক আবদুল ওহাব মোল্লা জানিয়েছেন, আন এডেড মাদ্রাসা শিক্ষকদের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী আবু সোহেল। বিচারপতি রোহিন্তন ফালি নরিম্যান ও বিচারপতি বিনীত সারনের ডিভিশন বেঞ্চে মামলাটি হয়। শুক্রবার তার শুনানি হয়েছে। তাতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, সকল আন এডেড মাদ্রাসার জন্য কেন্দ্রীয় সরকারের মঞ্জুরকৃত অর্থের বাস্তবায়ন হচ্ছে কিনা তার জবাব দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। নচেত, কেন্দ্রীয় সরকারের অনুদান সরাসরি ওই সংশ্লিষ্ট মাদ্রাসাগুলিকে দেওয়া হবে। ৪ সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।
আবদুল ওহাব মোল্লা আরও বলেন, রাজ্যের আন এডেড মাদ্রাসাগুলোতে শিক্ষকদের বেতন সমস্যা বড় আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে তারা যেমন বেতন পাচ্ছেন না তেমনি রাজ্য সরকারের অনুদান থেকেও বঞ্চিত। এরফলে আন এডেড মাদ্রাসাগুলো চরম সংকটে পড়েছে। এই সমস্যা সমাধানে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রধান সচিব পি বি সালিম আন এডেড মাদ্রাসায় সরকারি সাহায্যের জন্য নির্দেশ দিলেও তা কাগজে কলমে রয়ে গেছে। বছর পেরিয়ে গেলেই সরকারি তরফে এক টাকাও মিলছে না। এমনকি কেন্দ্রীয় সরকারের যে সব অনুদান আন এডেড মাদ্রাসগুলির পাওয়ার কথা সেক্ষেত্রে রাজ্য সরকার নীরব ভূমিকা নেওয়ায় সে টাকাও মিলছে না। অথচ রাজ্য সরকার এ ব্যাপারে সক্রিয় হলেই কেন্দ্রীয় সরকারের সাহায্য মিলতে পারে। ইতিমধ্যে রাজ্য সরকারের এই ভূমিকার বিরূদ্ধে বিভিন্ন জেলায় জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়েছেন আন এডেড মাদ্রাসার শিক্ষকরা। এমনকি পদযাত্রা করে বিক্ষোভ দেখিয়েছেন। তাতেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো সাহায্য মেলেনি। এভাবে বঞ্চিত হওয়ায় আন এডেড মাদ্রাসা শিক্ষক সংগঠনের তরফ থেকে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল।
আবদুল ওহাবের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে পশ্চিমবঙ্গের অনুমোদিত আন্ এডেড মাদ্রাসাগুলিকে SPQEM scheme থেকে ২০১৩-১৪ শিক্ষাবষে তিনজন শিক্ষকদের বেতনের টাকা দিয়েছিল কিন্তু পরবতী ২০১৬ সালের ১২/৭/১৬ তারিখের CGIAC এর মিটিং এ রাজ্য সরকার SGIAC. এর কোন রেকমেন্ট না করার ফলে কেন্দ্রীয় অনুদান থেকে বন্চিত আন এডেড মাদ্রাসা গুলি।রাজ্য সরকারের M.A & M.E dept বার বার বলে আসছে কেন্দ্রীয় সরকার আন এডেড মাদ্রাসাগুলিকে অনুদান দিচ্ছে না।
আবদুল ওহাব আরও বলেন, পশ্চিমবঙ্গ আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির তরফ থেকে তিনি ২০১৭ সালের অক্টোবর মাসে দিল্লীর শাস্রী ভবনে গিয়ে খোঁজ নিয়েছিলেন। তখন নাকি তিনি জানতে পারেন রাজ্য সরকারের গাফিলতির ফলে বন্চিত হচ্ছে কেন্দ্রীয় অনুদান থেকে। এর পর তারা শীর্ষ কোর্টে আবেদন করার কথা ভাবেন। তাঁর আশা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে দ্রুত সরকারি অনুদান বাস্তবায়িত করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct