অবশেষে নতুন ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করা হল। সরকার ধীরে ধীরে ২০০০ টাকার নোট বাজার থেকে সরিয়ে নেবে। এদিন পরিষ্কারভাবে এ কথা জানিয়ে দিলেন কেন্দ্রের অর্থমন্ত্রী অরুণ জেটলি।
২০১৬ সালের নভেম্বরে দেশে কালো টাকা ধরার জন্য নোট বন্দির পরিকল্পনা করে নরেন্দ্র মোদি সরকার। পুরানো ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করা হয়। ঠিক তখনই বাজারে নতুন ২০০০ টাকার নোট নিয়ে আসে সরকার। কিন্তু মাত্র দু'বছরের মধ্যে এই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করা হচ্ছে। বিশেষজ্ঞ দের ধারণা যে উদ্দেশ্যে নোট বন্দি করা হয়েছিল সেই কালো টাকার রমরমা ২০০০ টাকার নোট এর ফলে অনেকটাই বেড়ে গিয়েছে। নতুন ২০০০ টাকার নোটের মাধ্যমে আর্থিক নয়ছয় ও কর ফাঁকির ঘটনা বেড়েছে বলে সন্দেহ। সে কারণেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করার সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct