আগামী দিনে আই লিগের সমস্ত ম্যাচ সম্প্রচারিত করা হবে না টেলিভিশনে। যা নিয়ে বেজায় চটেছিলেন আই লিগের একাংশ ক্লাব। ক্ষোভ ছড়িয়ে পরে সমর্থকদের মধ্যেও। এদিকে অন্যান্যবারের তুলনায় চলতি মরসুমে বেড়েছে আই লিগ দর্শক সংখ্যা। কিছু দিন আগেই তাই অনলাইন সম্প্রচারের কথা ভাবা হয়েছিল। প্রস্তাব পাঠানো হয়েছিল এফএসডিএল-এর কাছে। ফেডারেশনের পাঠানো সেই প্রস্তাবে এবার সিলমোহর দিল ফুটবল স্পোর্টস ডিভলপমেন্ট লিমিটেড। হট স্টার এবং জিও টিভ-তে দেখানো হবে ম্যাচ। যে সমস্ত ম্যাচ টিভি-তে দেখানো হবে না, কেবলমাত্র সেগুলিই অনলাইনে দেখানো হবে। আগামীকাল থেকেই এই সুবিধা পাবেন দর্শকরা। হট স্টার এবং জিও টিভিতে প্রথম ম্যাচ হবে আইজল এফসি বনাম ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct