ক্ষমতায় এলে অযোধ্যা রাম মন্দির বানাবেন বলে আগেই প্রতিশ্রুতি বদ্ধ হয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতায় এসে সময় গড়িয়ে গেলেও প্রতিশ্রুতি অনুযায়ী রাম মন্দির তৈরি করতে সক্ষম হয়নি বিজেপি সরকার। বিভিন্ন সময় আইনি জটিলতায় বিজেপির রাম মন্দির তৈরির পরিকল্পনা ধাক্কা খেয়েছে। লোকসভা ভোট আসন্ন।ভোটের আগে অযোধ্যায় রাম মন্দির বানানো যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। সহযোগী দলের পাশাপাশি শাখা সংগঠনের মধ্যে থেকেও রাম মন্দির ইস্যু নিয়ে চাপ সহ্য করতে হচ্ছে তাদেরকে। কবে সুপ্রিমকোর্টের রায় রাম মন্দির তৈরির পক্ষে যায়, আপাতত সেদিকে তাকিয়ে সংঘ পরিবার। বিজেপি সরকারের অভিযোগ, কংগ্রেসের বাধায় নাকি বারবার পিছিয়ে যাচ্ছে রাম মন্দির তৈরির বিষয়টি। এখন লাখ টাকার প্রশ্ন কবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাম মন্দির তৈরিতে হাত লাগাতে পারবে এনডিএ সরকার? যদিও এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সাক্ষাৎকারে রাম মন্দির তৈরির ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিলেন। সেখানে মোদী সরাসরি বলে ফেলেন, 'সুপ্রিম কোর্টে আইনি জটিলতা মিটে যাওয়ার পরই আমরা রাম মন্দির তৈরি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct