জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারে এবার শীর্ষে থাকা চীনকে টেক্কা দিতে চলেছে একশো কুড়ি কোটির ভারত। জানা গিয়েছে ২০১৯ সালের ১ জানুয়ারিতেই ভারতে মোট ৬৯ হাজার ৯৫০ জন শিশু জন্মেছে। সেখানে বছরের প্রথম দিন চিনে সব মিলিয়ে ৪৪ হাজার ৯৫৪জন শিশু জন্মেছে। এক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া।ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী বছরের প্রথম দিনে নাইজেরিয়াতে শিশু জন্মের সংখ্যা ২৫ হাজার ৭০২ ছাড়িয়েছে। ইউনিসেফের দাবি ২০১৯ সালের জানুয়ারির প্রথম দিনে গোটা বিশ্বজুড়ে প্রায় ৪ লক্ষ শিশু পৃথিবীর মুখ দেখেছে। সেখানে শুধুমাত্র ভারতে জন্মেছে রেকর্ড সংখ্যক প্রায় ৭০ হাজার শিশু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct