অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেট দলের সিরিজ জয় এতদিন অধরা থাকলেও, এবারে সে পরিস্থিতি বদলাতে চলেছে। অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে কোহলি বাহিনী এ পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে। হাতে রয়েছে একমাত্র সিডনি টেস্ট।ফর্মে থাকা কোহলি ব্রিগেড সিডনি টেস্ট যদি কোনক্রমে হেরে না বসে তাহলে ইতিহাস গড়ে ফেলবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে অজিদের হারিয়ে ইতিহাস গড়বে কোহলি ব্রিগেড। বর্তমান সময়ে ভারতীয় দলের ক্রিকেটাররা যে ফর্মে রয়েছে তাতে তাদের কাছে সিডনি জয় সময়ের অপেক্ষা। আর এই দিন এই বিষয়টি একপ্রকার মেনে নিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বর্ডার। এদিন এক সাক্ষাৎকারে বর্ডার বলেন, 'বর্তমান সময়ের ভারতীয় ক্রিকেট দল সত্যিকারে কঠিনতম প্রতিপক্ষ। যোগ্য দল হিসেবেই এই মুহূর্তে তারা অস্ট্রেলিয়ায় জিতে চলেছে। বিদেশের মাটিতে হোঁচট খাওয়ার অভ্যাস এখন তারা পিছনে ফেলেছে। গ্রীন টপে ওদের বোলাররা এখন দারুণ উন্নতি করেছে।অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো গতিময় ও বাউন্সি উইকেটে এখন ভারতীয় বোলাররা লড়াই করতে শিখে গেছে। একটা সময় এই উইকেটে বল করতে ওদের সমস্যা হতো। কিন্তু এখন ওরা ওই সমস্যা প্রায় কাটিয়ে উঠেছে।তাই এই ভারতীয় দল যদি সিডনি টেস্ট জিতে সিরিজ নিজেদের পকেটে পুরে নেয় তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct