মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে ইতিহাস গড়লেন বিরাট কোহলিরা। এদিন ভারতের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন প্যাট কামিন্স। পাশাপাশি সকাল সকাল বৃষ্টি নামায় অস্ট্রেলিয়ানদের মুখে হাসি ফুটে ছিল। যদিও সেই সব বাধা কাটিয়ে ভারত শেষ পর্যন্ত ১৩৭ রানে টেস্ট জিতে সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে গেল। ভারত মাত্র চারদিনেই এই টেস্ট ম্যাচটি জিতে নিতে পারত। তবে সেটা এ কার হাতে পাঁচ দিনে তিনি নিয়ে যান অসি পেসার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া কে বল হাতে ভরসা দেওয়া কামিন্স ব্যাট হাতেও দলের স্কোরবোর্ডে রান জমা করলেন। কিন্তু শেষ পর্যন্ত দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিতে পারলেন না তিনি। আর তাতেই ভারতের কাছে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৬১ রানে গুটিয়ে যায়। উল্লেখ্য, ১৯৮১ সালে সুনীল গাভাস্কারের নেতৃত্বে ভারত শেষ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে টেস্ট ম্যাচ জিতেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct