তাইওয়ানে দই চুরির দায়ে অভিযুক্ত করা হয়েছে এক মহিলাকে। শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার মাধ্যমে দই চোরকে সনাক্ত করা হয়েছে।তাইপেতে একটি ছাত্রাবাসে আরও পাঁচ ছাত্রীর সঙ্গে থাকতেন এক মহিলা। তারা শহরের চাইনিজ কালচারাল ইউনিভার্সিটিতে পড়াশুনা করছেন। গত মাসে এই ছাত্রীদের একজন দেখেন, তার কিনে রাখা দই তার অনুমতি ছাড়াই কে যেন খেয়ে ফেলেছে। দইয়ের বোতলটির দাম ছিল ৫৯ নিউ তাইওয়ান ডলার বা ভারতীয় অর্থমূল্য প্রায় ১০০ টাকা। বিক্ষুব্ধ ওই ছাত্রী ময়লার ঝুড়ি থেকে দইয়ের বোতল খুঁজে বের করেন এবং জানতে চান কে তার দই দই চুরি করে খেয়েছে। যখন কেউই অপরাধ স্বীকার করে এগিয়ে আসেনি তখন তিনি ওই বোতল পুলিশের কাছে নিয়ে যান এবং আনুষ্ঠানিক তদন্তের দাবী জানান। পুলিশ তার অভিযোগ গ্রহণ করে। বোতলটি অত্যন্ত ভিজে থাকায় সেটি থেকে চোরের আঙ্গুলের ছাপ সংগ্রহ করা সম্ভব ছিল না। একারনে পুলিশ তার রুমমেটদের ডিএনএ পরীক্ষা করে। পুলিশ অভিযোগকারীসহ ওই রুমের সব ছাত্রীকেই পুলিশ স্টেশনে যেতে বলে তাদের পরীক্ষার জন্য।
প্রতিটি ডিএনএ টেস্টের জন্য খরচ হয় তিন হাজার তাইওয়ান ডলার বা ৯৮ মার্কিন ডলার। অর্থাৎ, সবগুলো টেস্টের জন্য ভারতীয় মুদ্রায় খরচ হয় প্রায় ৪০ হাজার টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct