বর্তমান সময়ে স্মার্টফোনে আমরা প্রতিদিন অসংখ্য ছবি তুলে থাকি। ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমরা স্মার্ট ফোনে ছবি তোলা অভ্যাসে পরিণত করেছি। যেগুলির বেশিরভাগ আমরা সোশ্যাল নেটওয়ার্ক সাইটের মাধ্যমে দেখে থাকি। ছবির প্রতি আগ্রহ থাকলে কয়েকটা বিষয়ে কৌতূহলী হতে পারেন। এর মধ্যে অন্যতম একটি হল, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ছবি কোনটি। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার সবচেয়ে বড় ছবিটি তোলা হয়েছে চিনে। জিংকুন টেকনোলজি বা বিগপিক্সেল নামের একটি প্রতিষ্ঠান এই ছবি তুলেছে।
সাংহাইয়ের ওরিয়েন্টাল পার্ল টাওয়ারের চূড়া থেকে তোলা ছবিটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ছবি। বিগ পিক্সেল বলছে, এর আকার ১৯৫ গিগা পিক্সেল। বিগ পিক্সেল জানিয়েছে, ছবিটি মূলত বেশ কিছু ছবির সমষ্টি। এগুলো তুলতে এক মাসের বেশি সময় লেগেছে। পরবর্তীতে ‘ইমেজ স্টিচিং টেকনোলজির’ মাধ্যমে এগুলোকে সমন্বিত করা হয়। ৩৬০ ডিগ্রি প্রযুক্তিতে তোলা এই ছবি জুম করে চারপাশের সবকিছু পরিষ্কার দেখা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct