স্কুল পালায়নি এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছেন। স্কুল পালিয়ে খেলতে যাওয়া কিংবা সিনেমা দেখতে যাওয়ার স্মৃতি আজও অনেককেই নাড়া দেয়।কিন্তু দিনের শেষে এই স্কুল পালানো পড়াশোনায় প্রভাব ফেলে। স্কুলের শৃঙ্খলাও ভঙ্গ হয়।
তাই স্কুল পালানো রোধে এবার বিশেষ এক প্রযুক্তির আশ্রয় নিয়েছেন চিনের বিজ্ঞানীরা।তারা উদ্ভাবন করেছেন স্মার্ট ইউনিফর্ম। এর মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়ার বিষয়টি ঠেকানো যাবে। পাশাপাশি ক্লাসে ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করা যাবে। চিনের দক্ষিনাঞ্চলের বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই ছোট ইলেকট্রনিক চিপওয়ালা স্মার্ট ইউনিফর্মের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। স্মার্ট ইউনিফর্মে থাকা চিপটি স্কুলে ওই শিক্ষার্থী কখন ঢুকলো, কখন বের হলো তার রেকর্ড রাখবে। একই সঙ্গে ছাত্র-ছাত্রীদের বর্তমান অবস্থানের উপরেও নজর রাখা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct