তিন তালাককে চ্যালেঞ্জ করে মুসলিম নারীদের দায়ের করা সাতটি পিটিশনের ওপর শুনানি বৃহস্পিতবার সুপ্রিম কোর্টে শুরু করেছে প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। মুখে তিনবার তালাক উচ্চারণ করে মুসলমান স্বামীরা তাদের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে পারেন কিনা, তা নিয়ে রায় দেওয়া হবে সুপ্রিম কোর্টের এই শুনানিতে। মূলত তিন তালাক ইসলামের অবিচ্ছেদ্য বিষয় কিনা সেটাই খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট। তবে এ শুনানিতে মুসলিম পুরুষদের বহুবিবাহের ওপর কোনও রুল জারি হবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিমকোর্ট।
আধুনিকমনা মুসলিম মেয়েদের একটি সংগঠন তাদের তাদের আবেদনে সুপ্রিম কোর্টে বলেছে, তিন তালাক মুসলিম মেয়েদের সমানাধিকারের পরিপন্থী। ভারতীয় সংবিধানের ২৫ (১) অনুচ্ছেদে নিজস্ব ধর্মাচরণ, ধর্মপ্রচারের যে অধিকার সুরক্ষিত আছে, তালাকের বিধান তার মধ্যে তা পড়ে না। তাই এর বিলোপ চাই।
বৃহস্পতিবারই শীর্ষ আদালতে তালাক মামলার শুনানি শুরু করে প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সংবিধান বেঞ্চ। তিন তালাক প্রথাকে চ্যালেঞ্জ জানিয়ে করা সাতটি পিটিশনের শুনানি চলবে সাতদিন ধরে।
প্রধান বিচারপতি খেহর বলেন, প্রথমত দেখতে হবে, তিন তালাক ইসলামের অবিচ্ছেদ্য বিষয় কিনা। এটি ইসলামের অবিচ্ছেদ্য অংশ হলে দেখতে হবে, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি কিনা। দ্বিতীয়ত, বিবেচনায় নিতে হবে এই প্রথা ধর্মীয় সংস্কারমূলক কিনা। তৃতীয়ত, কোনও প্রয়োগযোগ্য মৌলিক অধিকার এই প্রথার ফলে লঙ্ঘিত হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। তবে বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, মুসলিমদের বহুবিবাহের ইস্যুটি এখানে আসবে না, কারণ তিন তালাকের সঙ্গে এর সম্পর্ক নেই।
উল্লেখ্য, দেশে ১৯৩৭ সাল থেকে চলে আসছে ‘মুসলিম পার্সোনাল আইন' বা মুসলিম ব্যক্তিগত আইন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct