কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান কি দেশ ছেড়ে বিদেশেপাড়ি দিয়েছেন? সেই প্রশ্ন এখন জোরদার উঠেছে৷ অাদালত অবমাননার দায়ে সুপ্রিম কোরট কারনানের বিরুদ্ধে ৬ মাসের জেলের অাদেশ দেয়৷ সেই রায় কার্যকর করতে রাজ্য পুলিশের ডিজির নেতৃত্বে পুলিশের দল কারনানের খোঁজে চেন্নাই গেলেও তার হদিস মেলেনি৷ তাই কারনানের দেশ ছাড়ার জল্পনা তুঙ্গে৷
তবে কারনানের অাইনজীবি পিটার রমেশ এক সংবাদমাধ্যমকে বলেছেন, কারনান দেশ ছাড়তেও পারেন অাবার দেশে থাকতেও পারেন৷
রমেশ বলেন, কারনান প্রেসিডেন্টর কাছে অাবেদন করার প্রস্তুতি নিচ্ছেন৷ যতক্ষণ না ফের কোনো রায় হয় ততদিন তিনি ইন্টেরিম জামিন চাইছেন৷ তিনি অার বলেন কারনান চাইছেন প্রেসিডেন্ট তার অভিযোগ সংসদে পাঠান যাতে তার বিরুদ্ধে ইমিপচমেন্ট ত্বর্ন্বিত না হয়৷