পাঁচতলার ব্যালকনির রেলিং দুহাতে আঁকড়ে কোনরকমে ঝুলছে ছোট্ট এক শিশু। যে কোন মুহূর্তে হাত ছেড়ে নিচে পড়ে যেতে পারে। নিচে রাস্তায় দাঁড়িয়ে অসহায়ভাবে সেই দৃশ্য দেখছেন লোকজন। কী উপায়ে শিশুটিকে উদ্ধার করা যায়—কারও মাথায় যেন খেলছে না কিছু। হঠাৎ করে ত্রাণকর্তা হয়ে সেখানে আবির্ভূত হন এক তরুণ। অসাধারণ ক্ষিপ্রতায় যা একমাত্র স্পাইডারম্যানের মতো সুপার হিরোদের পক্ষেই সম্ভব, কয়েক সেকেন্ডের মধ্যে ওই তরুণ নিচ থেকে লাফিয়ে লাফিয়ে পাঁচতলার ব্যালকনিতে পৌঁছে শিশুটিকে এক হাতে ঝটকা দিয়ে তুলে নেন। দম বন্ধ করা সেই ভিডিও দেখেছে সারা বিশ্ব।
ফ্রান্সের প্যারিসে এ বছরের ২৬ মের ওই ঘটনা নিয়ে প্রতিবেদন করেছিল বিবিসি অনলাইন। ওই তরুণের নামকরণ হয়েছিল ‘প্যারিসের স্পাইডারম্যান’।