১২তম আইপিএলে দেখা যাবে না বিশ্বের বহু নামি দামি ক্রিকেটারকে। কারণ রাজস্থানের জয়পুরে সদ্য শেষ হয়ে যাওয়া আইপিএল নিলামে তারা আনসোল্ড থেকে গিয়েছেন। যেমন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামকে সামনের আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যাবে না। অথচ আইপিএলের অভিষেক ম্যাচে এই ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ইনিংস টুর্নামেন্টের টিআরপি এক লাফে কয়েক'শ গুণ বাড়িয়ে দিয়েছিল। যার ফলে পরবর্তী সময়ে তাকে আর সি বি, কোচি টাসকাস কেরালা, চেন্নাই সুপার কিংস ও গুজরাট লাইন্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল ম্যাককালামকে।তাকে এবারে কোন ফ্র্যাঞ্চাইজি দলে টানার ব্যাপারে আগ্রহ দেখায়নি। বাংলাদেশ থেকে এবার আইপিএল নিলামে অংশ নেওয়া পিকেটারদের সংখ্যা ছিল দুজন। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। কিন্তু এই দু'জনকে নেওয়ার ব্যাপারে কোন ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখালো না। এই তালিকায় নাম রয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা স্পিডস্টার মর্নি মর্কেলের। এর আগে রাজস্থান রয়েলস, দিল্লি ডেয়ারডেভিলস এবং কলকাতা নাইট রাইডার্স এর হয়ে বল হাতে বাইশ গজে ঝড় তুলতে দেখা গিয়েছিল মর্কেল কে। কিন্তু এবারের আইপিএলে মর্কেল ঝড় অনুপস্থিত থাকছে। গত মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা শনিবার মাশকেও এবারে আর কেউ দলে টানেনি। নিউজিল্যান্ডের আর এক মারকুটে ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসনকে আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখালো না।সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের জার্সি গায়ে টেস্ট সিরিজে যিনি একের পর এক ম্যাচে দলকে রানের চূড়ায় পৌঁছে দিচ্ছেন, সেই চেতেশ্বর পুজারা কেউ দলে রাখেনি কোন ফ্র্যাঞ্চাইজি। আইপিএলে অন্যতম সফল বোলার বিনয় কুমার, যিনি কেকেআর, আরসিবি, কোচি টাসকাস ও মুম্বাই ইন্ডিয�
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct