ভারত অধিনায়ক বিরাট কোহলি কে এই মুহূর্তে পৃথিবীর সেরা ব্যাটসম্যান হিসেবে মেনে নিতে রাজি তিনি।তবে বিরাট কোহলির ঔদ্ধত্য তার বিশ্ব সেরার তকমা ম্লান করে দেয় বলে জানিয়ে কদিন আগে গোটা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এদিন সেই বিরাট কোহলিকে একইভাবে এক হাত নিলেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার গৌতম গম্ভীর। বরা বরের জন্য গম্ভীর ঠোঁটকাটা স্বভাবের। সামনে যেই থাকুক না কেন সোজা কথা বলতে কখনো পিছু হটেননি তিনি। এমনিতেই ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে কোহলির আগ্রাসন নিয়ে আলোচনা চলছে। অনেকেই কোহলির আক্রমণাত্মক মনোভাবকে সঙ্গত বললেও এদিন উল্টো সুরে কোহলিকে বিঁধলেন গৌতি। বিরাট কে আক্রমণ করে এদিন এক সংবাদ মাধ্যমে গম্ভীর বলেন, 'মাত্রা বজায় রেখে আগ্রাসন বজায় রাখলে কোনো ক্ষতি নেই। আমার কাছে আগ্রাসন মানে খারাপ কিছু নয়। কিন্তু সেটা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছালে মুশকিল।জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া মানে গোটা দেশের কাছে তুমি রোল মডেল।এক্ষেত্রে আগ্রাসন বজায় রাখার ক্ষেত্রে একটা সীমা মেনে তোমাকে চলতেই হবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct