লাস্ট মিনিট সাজেশনস (ভৌত বিজ্ঞান)
_____________________
11. কোন শর্তে একটি ব্যাটারির প্রান্তীয়
বিভব প্রভেদ ওই ব্যাটারির তড়িৎচালক বলের চেয়ে বেশি হবে?
12. প্রবাহমাত্রা, বিভব-প্রভেদ এবং তড়িচ্চালক বল মাপার যন্ত্র গুলির নাম লেখ।
13. আদর্শ অ্যামমিটার এবং ভোল্টমিটারের রোধ কত? এই যন্ত্র দুটিকে কোন সমবায় যুক্ত করা হয়?
14. একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব-প্রভেদ 10 ভোল্ট এবং প্রবাহমাত্রা 5 অ্যাম্পিয়ার। এই পরিবাহীতে 10 মিনিটে কত পরিমান তাপ উৎপন্ন হবে?
15. কোন সমবায়ের তুল্য রোধ সমবায়ের প্রতিটি রোধ এর চেয়ে কম হয়?
কোন সমবায়ের তুল্য রোধ সমবায়ের প্রতিটি রোধ এর চেয়ে বেশি হয়?
16. তড়িৎ যন্ত্র গুলিকে কোন সমবায় যুক্ত করা হয় এবং কেন?
17. ফিউজকে কোন সমবায় যুক্ত করা হয়? ফিউজ এর কাজ কি?
18. 1 BOT কি? এটি কোন রাশির একক? BOT এবং জুলের সম্পর্ক লেখ। একটি বাড়িতে 100 ওয়াটের 2 টি বাল্ব প্রত্যহ 8 ঘণ্টা করে, 80 ওয়াট এর একটি পাখা প্রত্যহ 12 ঘন্টা করে এবং 50 ওয়াটের একটি টিভি প্রত্যহ 8 ঘণ্টা করে ব্যবহৃত হয়। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা হলে এপ্রিল মাসে ওই বাড়ির ইলেকট্রিক বিল কত হবে?
19. CFL এর তুলনায় LED এর সুবিধা লেখ।
20. 220V-100W এবং 220V-60W এর দুটি বাতিকে 220V লাইনে শ্রেণী সমবায় যুক্ত করলে কোন বাতিটির উজ্জলতা অধিক হবে ব্যাখ্যা করো।
21. দুটি চৌম্বক বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না কেন?
22. চৌম্বক বলরেখা থেকে কিভাবে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক পাওয়া যায়?
23. একটি লম্বা সোজা তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে সৃষ্ট চৌম্বক বলরেখা গুলি প্রদর্শন করো।
24. বৃত্তাকার পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক বলরেখা এবং একটি দন্ড চুম্বকের জন্য সৃষ্ট চৌম্বক বলরেখার সাদৃশ্য প্রদর্শন করো।
25. বার্লোচক্র অথবা বৈদ্যুতিক মোটরের নীতিটি লেখ। এক্ষেত্রে কোনো শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? কিভাবে বার্লোচক্র বা বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন গতি বৃদ্ধি করা যায়? কিভাবে বার্লোচক্র বা বৈদ্যুতিক মোটরের ঘূর্ণনের অভিমুখ পরিবর্তন করা যায়?
26. তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কী বোঝো? ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং লেঞ্জের সূত্র থেকে কি কি পাওয়া যায়?
27. লেঞ্জের সূত্রে কোন রাশিটি সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো।
28. ডায়নামোর নীতিটি লেখ। ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
29. DC অপেক্ষা AC এর সুবিধা গুলি লেখ। DC এবং AC এর I-t লেখচিত্র আক।
30. ইলেকট্রিক হিটার AC এবং DC উভয়ই কাজ করলেও ইলেকট্রিক মোটর কেবল DC তে কাজ করে কিন্তু AC তে করেনা কেনো?
31. ইলেকট্রিক মোটর বা বার্লোচক্র কোন প্রকার তড়িতে কাজ করে এবং কোন প্রকার তড়িতে কাজ করে না?
32. থ্রি পিন প্লাগে একটি পিন মোটা ও লম্বা করা হয় কেন?
33. লাইভ, নিউট্রাল এবং আর্থিং তারের পূর্বের এবং বর্তমানের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বর্ণ গুলি লেখ।
34. আর্থ তার এর গুরুত্ব লেখ। নিউট্রাল এবং আর্থ তারের বিভব লেখ।
35. সুইচকে এবং ফিউজকে কোন তারে যুক্ত করা হয়?
36. শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট বলতে কী বোঝো?
37. বৈদ্যুতিক মোটর, DC ডায়নামো, AC ডায়নামো, গৃহ বর্তনীর চিত্র আঁক।
38. তামার রোধাঙ্ক 1.68×10-6 ওহম-সেন্টিমিটার বলতে কী বোঝো?
39. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের কি পরিবর্তন হয়?
পর্যায় সারণী :
1. ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র এবং আধুনিক পর্যায় সূত্রটি লেখ।
2. ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের উদাহরণ দাও এবং এই সূত্রটি পরিত্যক্ত হল কেন ?
3. নিউল্যান্ডের অষ্টক সূত্রের উদাহরণ দাও এবং এই সূত্রের সীমাবদ্ধতা লেখ অথবা কোন মৌল পর্যন্ত এই সূত্রটি প্রযোজ্য হয়?
4. মেন্ডেলিফের পর্যায় সূত্রের গুরুত্ব গুলি লেখ।
5. মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটি গুলি লেখ।
6. মেন্ডেলিফের পর্যায় সারণিতে এমন দুটি মৌলের নাম লেখ যারা একই ধর্ম বিশিষ্ট হওয়া সত্বেও ভিন্ন শ্রেণীতে অবস্থিত।
এমন একটি মৌলের উদাহরণ দাও যেটির সঙ্গে একই শ্রেণীভূক্ত অন্যান্য মৌল গুলির ধর্মের মিল নেই।
মেন্ডেলিফের পর্যায় সারণিতে এমন একটি উদাহরণ দাও যেখানে উচ্চতর পারমাণবিক ভর বিশিষ্ট মৌলকে নিম্নতর পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের আগে স্থান দেওয়া হয়েছে।
7. কোন বিজ্ঞানী পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন যে মৌলের ধর্ম তার পারমাণবিক ভরের উপর নয় পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে?
8. কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পর্যায় সারণিতে কোন মৌলের পর্যায় ও শ্রেণী স্থির করা হয় ?
9. একই শ্রেণীভূক্ত মৌল গুলির ধর্মের সাদৃশ্য দেখা যায় কেন?
10. অতি হ্রস্ব পর্যায়, হ্রস্ব পর্যায়, দীর্ঘ পর্যায় এবং অতি দীর্ঘ পর্যায়ে কয়টি করে মৌল আছে? প্রথম হ্রস্ব পর্যায়, দ্বিতীয় হ্রস্ব পর্যায় এবং প্রথম দীর্ঘ পর্যায়ে প্রথম এবং অন্তিম মৌল গুলির নাম লেখ।
11. নিম্নলিখিত মৌল গুলি কোন কোন শ্রেণীতে অবস্থিত তা লেখ : ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু, নিকটোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন, নিষ্ক্রিয় মৌল।
12. সন্ধিগত মৌলের দুটি বৈশিষ্ট্য লেখ। সন্ধিগত মৌলের সংখ্যা কত? দুষ্ট মৌল কাকে বলে ? ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও।
13. আয়োনাইজেশন বিভাগ এবং তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা লেখ।
14. একটি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে এবং একটি শ্রেণীর উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ-এর কেমন পরিবর্তন হয় এবং কেন?
15. নিষ্ক্রিয় গ্যাস গুলির আয়নায়ন শক্তি সর্বাধিক হয় কেন?
16. পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে এবং শ্রেণী বরাবর নিচ থেকে উপরের দিকে গেলে নিম্নলিখিত ধর্ম গুলির কিরূপ পরিবর্তন হয় : ধাতব ধর্ম, জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা।
17. তিনটি মৌল A, B এবং C এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 13, 15 এবং 17। মেন্ডেলিফের পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় করো। মৌল গুলিকে আয়োনাইজেশন শক্তির অধঃক্রমে সাজাও। A এবং B এর মধ্যে যৌগ গঠিত হলে বন্ধনের প্রকৃতি এবং যৌগের সংকেত লেখ।
18. সর্বাধিক তড়িৎ ঋণাত্মক এবং সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌলের নাম লেখ। কোন মৌলের পরমাণুর ব্যাসার্ধ সবচেয়ে কম হয়? কোন গ্রুপে কঠিন, তরল ও গ্যাসীয় সব রকমের মৌল পাওয়া যায়?
19. হ্যালোজেন মৌল গুলিকে তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রমে সাজাও।
একটি তেজস্ক্রিয় হ্যালোজেন এবং একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম লেখ।
20. ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মৌল গুলি কোন কোন পর্যায়ে অবস্থিত?
21. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণি ছিল? কোন মৌল গুলি মেন্ডেলিফের পর্যায় সারণি প্রস্তুতির সময় অনাবিষ্কৃত ছিল?
22. মেন্ডেলিফের আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় কয়টি শ্রেণি আছে? দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি পর্যায় কয়টি শ্রেণি আছে?
আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধন :
1. দুটি পরমাণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় কেন ?
2. অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র গুলি লেখ। অষ্টক সূত্র লঙ্ঘিত হচ্ছে এমন একটি আয়নীয় এবং একটি সমযোজী যৌগের আণবিক গঠন সহ উদাহরণ দাও।
3. তড়িৎ যোজ্যতা এবং সমযোজ্যতার সংজ্ঞা লেখ। তড়িৎ যোজ্যতা এবং সমযোজ্যতা পরিমাপ কিভাবে করা হয়?
4. নিম্নলিখিত যৌগগুলির অনুর গঠন এর ইলেকট্রন ডট চিত্র আঁক : সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জল, অ্যামোনিয়া নাইট্রোজেন অনু, অক্সিজেন অনু, ক্লোরিন অনু।
5. এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী এবং তড়িৎযোজী উভয় বন্ধন-ই দেখা যায়।
6. একটি সমযোজী যৌগের নাম লেখ যা জলীয় দ্রবণে আয়নিত হয়। কোন প্রকার যৌগে প্রকৃত অনুর অস্তিত্ব আছে? কোন প্রকার বন্ধনীর অভিমুখ আছে? ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের নাম লেখ।
7. খাদ্য লবণের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম হলেও চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম নয় কেন?
8. কোন সমযোজী যৌগে একটি ত্রিবন্ধনী দুটি দ্বিবন্ধনী এবং তিনটি এক বন্ধনী উপস্থিত থাকলে কতগুলি ইলেকট্রন জোড় এই বন্ধনী গুলি গঠন করতে ব্যবহৃত হয়েছে?
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া :
1. তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
2. কোন তড়িৎদ্বারে জারণ এবং কোন তড়িৎদ্বারে বিজারণ হয়?
3. ধাতু এবং তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পার্থক্য লেখ।
4. গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য এর মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা কি সর্বদাই সমান হয়? যদি না হয় তবে উদাহরণ দাও।
5. কোন প্রকার তড়িৎ প্রবাহ দ্বারা তড়িৎ বিশ্লেষণ সম্ভব নয়?
6. বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ সম্ভব হয় না কেন? জলের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কি যোগ করতে হয় এবং কেন?
7. জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে কোন কোন পদার্থ ব্যবহার করা হয়?
8. জলের তড়িৎ বিশ্লেষণ এর সময় ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়া গুলি লেখ। 9.
10. জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে কোন কোন গ্যাস পাওয়া যায় এবং এদের আয়তনের এবং ভরের অনুপাত লেখ।
11. কপার তড়িৎদ্বার এর সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়া গুলি লেখ।
12. অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন এর সময় ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কোন কোন পদার্থ ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন এর সময় ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়া গুলি লেখ।
13. অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন এর সময় বিশুদ্ধ অ্যালুমিনা সঙ্গে কোন কোন পদার্থ যোগ করা হয় এবং কেন ?
14. তড়িৎ পরিশোধন তড়িৎ বিশোধন বলতে কী বোঝো? কপারের তড়িৎ পরিশোধনের সময় ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হয়? এক্ষেত্রে ক্যাথোড এবং অ্যানোড-এর বিক্রিয়া গুলি লেখ।
15. অ্যানোড মাড কি? এতে কোন কোন পদার্থ পাওয়া যায়?
16. তড়িৎ লেপন কি? এর উদ্দেশ্য গুলি লেখ।
17. তামার বস্তুতে সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন কোন পদার্থ নেওয়া হয়?
18. তামার বস্তুতে রূপোর প্রলেপ দিতে হলে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোন কোন পদার্থ ব্যবহার করা হয়?
19. তড়িৎ পরিশোধন এর সময় কোন তড়িৎদ্বার এর ভর হ্রাস পায় এবং কোন তড়িৎদ্বার এর ভর বৃদ্ধি পায়?
20. নিচের পদার্থ গুলির মধ্যে কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য তার সনাক্তকরণ
সোডিয়াম ক্লোরাইড, কার্বনিক অ্যাসিড, এসিটিক এসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, মিথাইল অ্যালকোহল।
21. ভোল্টামিটার কাকে বলে? ভোল্টমিটার এবং ভোল্টামিটার এর পার্থক্য লেখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct