চলতি সপ্তাহের মঙ্গলবার হয়ে গেল আগামী আইপিএলের নিলাম। নিলামে ইতিমধ্যে অনেক উঠতি তারকা নজরে এসেছেন, যাঁদের নিজেদের ঘরে তুলেছে ফ্রাঞ্চাইজিগুলি। তালিকায় অন্যতম চর্চিত নাম অনমলপ্রীত সিং এবং প্রভসিমরন সিং। কাজিন অর্থাত্ তুতো ভাই তাঁরা। পঞ্জাবের রঞ্জি খেলোয়াড় ২০ বছর বয়সি অনমলপ্রীতকে ৮০ লক্ষ টাকায় দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্য দিকে ১৮ বছর বয়সি প্রভসিমরনকে ৪.৮ কোটি টাকায় তুলে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। আইপিএলে সুযোগ পেয়ে প্রভসিমরন জানান, "আমরা সবাই টিভিতে আঠার মতো লেগেছিলাম। আমি নিশ্চিত ছিলাম ভাইয়া অনমলপ্রীত নিশ্চয়ই চুক্তি পাবে। তবে আমি কখনও ভাবিনি এত টাকায় কোনো ফ্রাঞ্চাইজিতে সুযোগ পাব।" অন্যদিকে অনমলপ্রীত জানান, "ও (প্রভসিমরন) বলটা খুব ভালো মারতে পারে। স্কুলের দিনগুলিতে আমরা বাকিদের ভয় পাইয়ে দিতাম। যখন পাতিয়ালা আন্তঃস্কুল প্রতিযোগিতা খেলেছিলাম তখন একবার আমাদের এক প্রতিপক্ষ দল মাঠেই নামেনি। তাদের কোচ জানিয়েছিলেন, বোলাররা আর অস্বস্তিতে পড়তে চায়নি।"