যোগী আদিত্যনাথ বলেছিলেন ভগবান হনুমান হচ্ছে আসলে দলিত সম্প্রদাযের। এই নিযে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। এবার একধাপ এগিয়ে উত্তরপ্রদেশের বিধানপরিষদের বিজেপি সদস্য বুক্কাল নবাব বললেন, ভগবান হনুমান হচ্ছেন মুসলিম সম্প্রদায়ের। অওধের নবাব পরিবারের সন্তান বুক্কাল বলেন, হনুমানের নামের সঙ্গে বহু মুসলিম নামের মিল আছে। তার দাবি হনুমানের নাম থেকেই মুসলিমদের নাম ব্যবহৃত হচ্ছে। এ জন্য তিনি উদাহরণ দিয়ে বলেন, রেহমান, রমযান, ফারমান, ফুরকান, আরমান, জিশান নামগুলির সঙ্গে হনুমানের মান যুক্ত। তাই মুসলিমদের এই নাম মুসলিম হনুমান থেকে এসেছে।
তিনি অারও বলেন, মান যুক্ত নামগুলি হিন্দুদের মধ্যে থাকে না। থাকে মুসলিমদের নামের সঙ্গে। তাই হনুমান ছিলেন মুসলিম এ বিষয়ে বিজেপি আইনপ্রণেতা দৃঢ়প্রতিজ্ঞ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct