ইউরোপিয়ান লিগগুলিতে গত মরশুমে সর্বোচ্চ গোল করে পুরস্কারটা নিশ্চিত করেছিলেন লিওনেল মেসি। তবে উয়েফা কর্তৃপক্ষ সেই পুরস্কারটা মঙ্গলবার রাতে লিওনেল মেসির হাতে তুলে দেয়। ফলে সর্বোচ্চ পঞ্চমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কার জিতে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার। এর আগে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৬-১৭ মরশুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন বার্সেলোনার এই সুপারস্টার। পঞ্চমবারের জন্য এই পুরস্কার জিতে মেসি ছাড়িয়ে গেছেন চলতি সময়ের আরেক সেরা ফুটবলার রোনাল্ডোকে। পর্তুগিজ তারকা চারবার জিতেছেন এই পুরস্কার।