নিয়মিত টাটকা ফলমূল খাওয়া ডায়াবেটিক রোগীদের জন্য খুব উপকারী৷ তাজা ফল-মূল বা ফলের রস প্রায় সব মানুষের জন্যই ভালো। আর সে ফল যত রঙিন হয় ততই ভালো, বিশেষ করে সবুজ হলে।
অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণার ফলাফল শুধুমাত্র ডায়াবেটিসের রোগী নয়, ডায়াবেটিকের ঝুঁকিতে আছে এমন সকলেই তাজা ফল-মূল খেলে লাভবান হবেন। লন্ডনভিত্তিক এই গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত তাজা ফল খান তাদেরও ডায়াবেটিস হবার ঝুঁকি ১২ শতাংশ কমে যেতে পারে এবং পুরুষ-মহিলা যে কোন বয়সী, অঞ্চল, মৌসুম, ধূমপান, মদপান, শারীরিক শ্রম বা শ্রমহীনতা দৈহিকস্থূলতা এবং ডায়াবেটিকের পারিবারিক- এর কোনটিই এই ঝুঁকি কমাবার উপরে প্রভাব ফেলতে পারে না।
আবার যারা প্রতিদিন ১০০ গ্রাম করে তাজা ফল নিয়মিত খেয়ে যাচ্ছেন, তাদের ডায়াবেটিক সংক্রান্ত মারাত্মক জটিলতাসমূহ ডায়াবেটিকজনিত কিডনীরোগ, হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিস সংক্রান্ত যে কান রোগ হবার ঝুঁকি হ্রাস পায়। নিয়মিত ফল খাওয়া বলতে প্রতিদিন ১ থেকে ৩ টি তাজা ফল খাওয়া বুঝাচ্ছে। তাজা ফলে প্রচুর আঁশ, খনিজ পদার্থ এন্টি অক্সিডেন্ট থাকে, যা একই সাথে শক্তিদায়ক, প্রদাহনাশক, উচ্চ রক্তচাপ নিরোধক, রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ সহায়ক, রক্তের বৃদ্ধি বা হ্রাস করণের সহায়ক এবং রক্তনালীতে বøক তৈরিতে বাঁধা প্রদান করতে পারে। আবার তাজা ফল-মূলের উপাদানসমূহ খাদ্যনালীতে বা অন্ত্রে অবস্থিত মাইক্রোবায়োবাসমূহকে প্রভাবিত করে যা ডায়াবেটিকের ঝুঁকি কমায় এবং হৃদরোগ ও রক্তনালীতে সংগঠিত রোগসমূহের বিস্তার কমাতে সহায়ক হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct