ভোট আসে ভোট যায়, তারপর দিনের শেষে একটি বারের জন্যও নেতারা আর ফিরে চাইনা প্রান্তিক মানুষ গুলির দিকে। বসন্তের কোকিলের ন্যায় রাসভারি নেতাদের ভুরিভুরি প্রতিশ্রুতির পর কার্যত যাদের কাঁধে ভর করেই ব্যালট ভরে জঙ্গল মহলে, তাদেরই আজ খবর নেওয়ার সময় নেয় সেই উন্নয়নকামী রঙিন স্বপ্নের ফেরিওয়ালাদের।
ডিসেম্বরের কড়া শীতে যখন যুবুথুবু গোটা রাজ্য, তখন নবান্ন থেকে বহু দুরে বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট গ্রাম গুলির অবস্থা সত্যি সঙ্গিন।
চাল চুলোহীন সংসারে যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের পক্ষে শীতবস্ত্র ক্রয় করা কোন বিলাসিতার থেকে কম নয়।
আদিবাসীদের এই চরম দুর্দিনে যখন কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে স্থানীয় প্রশাসন তখনই ওদের মুখে হাঁসি ফোটাতে উদ্যোগী হলো বাঁকুড়ার শালতোড়া ব্লকের পাবড়া বিবেকানন্দ সেবা সমিতি নামের এক স্থানীয় বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা। গত রবি ও সোমবার দুদিন ব্যাপি "সারদাশীষ" দুর্গাপুর ও রানীগঞ্জ শহরের আধুনিক হাউস নামে এক অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের এই প্রত্যক্ষ সহযোগিতায় পাবড়া গ্রামের ৯৫ টি দরিদ্র পরিবার ও পাথরডিহী নামে এক আদিবাসী অধ্যুষিত গ্রামের ৩০ টি পরিবার কে শীত বস্ত্র বিতরণ করা হয়। এই প্রথম নয় বিগত প্রায় ১৮ বছরেও বেশি সময় ধরে সমিতির এই কাজ করে আসছে।
সাহায্য পেয়ে বেজায় খুশি দুঃস্থ ও আদিবাসি পরিবারগুলি। এদিন সমিতির কর্মীদের সাথে উপস্থিত ছিলেন শ্রী শ্রীঠাকুর- মা-স্বামীজী ভাবানুরাগী ও রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়মঠের অতিথি অধ্যাপক মাননীয় শ্রী জীবন বন্দ্যোপাধ্যায় মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও একইসাথে সমাজকর্মী ড: অরিন্দম দে মহাশয়।
সমিতির স্বতঃস্ফূর্ত কর্মপ্রবাহ নজর কেড়েছে এলাকাবাসীর। সমিতির সদস্য মনমোহন চেল এর দাবি, সেবা জাত উদ্বৃত্ত সুখটুকুই আমাদের প্রেরণা। তিনি আরো বলেন মানুষের দুঃসময়ে আমরা ঝাঁপিয়ে পড়ি, তাদের পাশে থাকি ও সাধ্যমত সমিতির তরফ থেকে তাদের সাহায্য করার চেষ্টা করি।
আগামীদিনে সমিতি আরো বেশকিছু বড় জনসেবামূলক পদক্ষেপ নিতে চলেছে, তাছাড়াও এলাকাবাসীর পাশে থাকার আহ্বান জানিয়েছেন সমিতির সম্পাদক উজ্জ্বল কর্মকার।
এলাকাবাসী এই কাজের জন্য পাবড়া বিবেকানন্দ সেবা সমিতির খুব প্রশংসা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct