আমেরিকার ধাঁচে এবার ভারতেও গঠিত হল মেয়েদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল। দশক ধরে চলা আমেরিকার ন্যাশনাল ওম্যানস পার্টির আদলে এদেশে সূচনা হল নতুন রাজনৈতিক দলের। এরা সুখ মেয়েদের ক্ষমতায়নের জন্য লড়বে। লড়বে কর্মক্ষেত্রে যৌন হয়রানি কিংবা ধর্ষণের মতো কুকর্ম রুখতে। ৩৬ বছরের এক চিকিৎসক সমাজকর্মী শ্বেতা শেঠি মেয়েদের এই নতুন দলের প্রণেতা। নাম দিয়েছেন 'ন্যাশনাল ওম্যানস পার্টি'। মঙ্গলবার মেয়েদের জন্য নতুন এই দলের কথা তিনি ঘোষণা করেন।
তেলেঙ্গানার এনজিও পরিচালনা করে থাকেন শেঠি। দিল্লিতে ন্যাশনাল ওম্যানস পার্টির সূচনা করে তিনি বলেন, মেয়েদেরকে দমিয়ে রাখা হয়েছে। সংসদ থেকে শুরু করে কর্মক্ষত্রেও। তাই আগামীতে সংসদে যাতে মোট আসনের ৫০ শতাংশ মেয়েদের জন্য সংরক্ষিত করা হয় তার জন্য আন্দোলন করবে এই দল।
তিনি আরো বলেন, ভারতীয় রাজনীতিতে পুরুষরাই অগ্রাধিকার পায়। এবার মেয়েদের সমান রাজনৈতিক অধিকার দরকার। তাহলে রাজনীতির ক্ষেত্রেও মহিলাদের ক্ষমতায়ন হবে। মেয়েদের ৫০ শতাংশ সংরক্ষণের জন্য শেঠি সংসদে নতুন আইন পাশ করার দাবী জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct